বেঙ্গালুরু, ২৭ এপ্রিল– দক্ষিণ ভারত নিয়ে ভয়ঙ্কর কথা শোনাল কেন্দ্রীয় কমিশনের রিপোর্ট৷ রিপোর্ট বলছে দক্ষিণ ভারতের ভূগর্ভস্থ জলস্তর হু-হু করে কমছে৷ যার ফলস্বরূপ দাক্ষিণাত্য এলাকার জলভাণ্ডারগুলি শুকিয়ে আসছে৷ ১০ বছরের মধ্যে যা সব থেকে কম৷ তবে অন্যদিকে, পূর্বাঞ্চলীয় রাজ্য অসম, ওডি়শা এবং পশ্চিমবঙ্গে জলের মজুত ভাণ্ডারে অপেক্ষাকৃত উন্নতি ঘটেছে৷ সাম্প্রতিক এক রিপোর্ট বলছে, গোটা দক্ষিণ… ...