• facebook
  • twitter
Monday, 15 December, 2025

অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে উৎসবের মধ্যে বন্দুকধারীদের হামলা, নিহত ১২, গুরুতর আহত ২

কমপক্ষে ৫০ রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ

রক্তাক্ত হল অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকত। ইহুদিদের একটি উৎসব চলাকালীন হামলা চালায় বন্দুকবাজরা। এখনও পর্যন্ত এই ঘটনায় ১২ জনের মৃত্যুর খবর মিলেছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  আহত হয়েছেন ২৯ জন। প্রত্যক্ষদর্শীরা জানান, উৎসব চলাকালীন হামলাকারীরা এলোপাথাড়ি গুলি চালায়। কমপক্ষে ৫০ রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ তাঁদের।
জানা গিয়েছে, অস্ট্রেলিয়ার সিডনিতে বন্ডাই সমুদ্র সৈকতে ইহুদিদের এক উৎসব চলছিল। সেই সময় দুই আততায়ী সেখানে এসে হামলা চালায়। ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। ঘটনাস্থলে পুলিশ এবং জরুরি বিভাগ উদ্ধার কাজে হাত লাগিয়েছে বলে তিনি জানান। সমাজ মাধ্যমে তিনি লেখেন, ‘কমিশনারের সঙ্গে আমার কথা হয়েছে। বন্ডাই বিচের যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে তা ভয়ঙ্কর। আমরা পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছি এবং সবরকম সহযোগিতা করছি। সবাইকে অনুরোধ, পুলিশের নির্দেশ আপনারা মেনে চলুন।’
বিশ্বজুড়ে হানুক্কাহ উতসব পালন করছেন ইহুদিরা। এই উতসব উপলক্ষেই বন্ডাই সমুদ্র সৈকত ছিল জমজমাট এবং উৎসবমুখর। রবিবার সন্ধে সাড়ে ছটা নাগাদ সেখানে হামলা চালায় বন্দুকধারী ২ জন। সেই সময় উৎসব উপলক্ষে বহু মানুষ সেখানে জড়ো হয়েছিলেন। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই ঘটনার নিন্দা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের সন্ত্রাসবাদের প্রতি শূন্য সহনশীলতার কথা তুলে ধরেন তিনি। সমাজ মাধ্যমে মোদী বলেন, ভারতের জনগণের পক্ষ থেকে যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। এই শোকের মুহূর্তে আমরা অস্ট্রেলিয়ার জনগণের সঙ্গে রয়েছি। মোদী আরও বলেন, ভারত সকল ধরণের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইকে সমর্থন করে।
সমাজ মাধ্যমে একটি ভিডিওতে দেখা গিয়েছে, এক বন্দুকধারীর দিকে ছুটে যাচ্ছেন এক ব্যক্তি। গাড়ির আড়াল থেকে বেরিয়ে ছুটে যান তিনি। বন্দুকধারীর সঙ্গে বেশ কিছুক্ষণ মোকাবিলা করার পর তার হাত থেকে আগ্নেয়াস্ত্র কেড়ে নেন ওই ব্যক্তি। এরপরেই ওই হামলাকারী ব্যক্তি পিছিয়ে যেতে শুরু করে। অন্যজনকে তখন একটি সেতুর উপর দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সে পাশে দাঁড়িয়ে থাকা অন্য একজনের দিকে বন্দুক তাক করে ছিল। ওই ব্যক্তি হাত চেপে ধরে ছুটতে শুরু করেন। তাঁর হাতে গুলি লাগে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, এদের মধ্যে একজন নাভিদ আক্রম। তার বয়স ২৪। সমাজ মাধ্যমে তার ছবিও ছড়িয়ে পড়ে। কমপক্ষে ৩টি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হামলাকারীরা। তাদের কোমরে ছিল গোলাগুলির বেল্ট। নিউ সাউথ ওয়েলস্ পুলিশ মনে করছে, এটি একটি পরিকল্পিত হামলা। পুলিশ ঘটনাটিকে সন্ত্রাসবাদী হামলা বলে ঘোষণা করেছে। পুলিশ সূত্রে খবর, তখনও পর্যন্ত এই ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। ২ হামলাকারী ধরাও পড়েছে বলে জানা যায়।এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২ পুলিশকর্মীও।
পুলিশ কমিশনার মাল ল্যানিয়ন জানান, হানুক্কাহ উৎসব উপলক্ষে সেখানে তখন ১ হাজারেরও বেশি মানুষের সমাবেশ হয়েছিল। পুলিশ কমিশনার বলেন, এই ঘটনার বড় পর্যায়ে তদন্ত করবে কাউন্টার টেররিজম ইউনিট। তিনি আরও জানান, হামলায় জড়িত দ্বিতীয় অভিযুক্ত বর্তমানে হাসপাতালে গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। অপর হামলাকারী নিহত হয়েছে।

Advertisement

Advertisement