• facebook
  • twitter
Monday, 15 December, 2025

আমেরিকার ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকবাজের হামলা, নিহত ২, গুরুতর জখম ৮

শনিবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলাকালীন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়ে এবং এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে

ফের বন্দুকবাজের হামলা আমেরিকার বিশ্ববিদ্যালয়ে। শনিবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলাকালীন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়ে এবং এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। এর জেরে মৃত্যু হয়েছে ২ জনের, জখম হয়েছেন ৮ জন। সন্দেহভাজন ওই ব্যক্তির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

সংবাদমাধ্যম সূত্রে খবর,  শনিবার ফাইনাল পরীক্ষা চলছিল নিউইয়র্কের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে। সেই সময় এক ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের বারুস অ্যান্ড হোলি বিল্ডিংয়ে ঢুকে পড়ে এবং গুলি চালাতে শুরু করে। সাত তলা ওই বিল্ডিংটিতে ইঞ্জিনিয়ারিং এবং পদার্থবিদ্যার ক্লাস হয়ে থাকে। ইঞ্জিনিয়ারিং পরীক্ষা চলার সময়,পরীক্ষা যখন প্রায় শেষের দিকে, তখন হঠাৎ গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, ওই সন্দেহভাজন ব্যক্তির পরনে ছিল কালো রঙের পোশাক।
শনিবার সন্ধ্যায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, বিষয়টি তিনি শুনেছেন।ঘটনায় দুঃখপ্রকাশ করে তিনি বলেন, ‘এই ঘটনা লজ্জাজনক, আমরা সবার জন্য প্রার্থনা করা ছাড়া আর কিই বা করতে পারি।’   জানা গিয়েছে, ঘটনার পর সন্দেহভাজন ওই ব্যক্তিকে সিসিটিভিতে বিল্ডিং থেকে বেরিয়ে যেতে দেখা গিয়েছে। তাকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এদিকে একজনকে ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে প্রথমে আটক করা হলেও পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
মেয়র ব্রেট স্মাইলি জানিয়েছেন, এলাকাটিতে শেল্টার-ইন-প্লেস জারি করা হয়েছে। ক্যাম্পাসের আশেপাশে বসবাস করা মানুষদের বাড়ির ভেতরেই থাকার পরামর্শ দেওয়া হয়। ব্রাউন বিশ্ববিদ্যালয়ের তরফেও সতর্কতা জারি করা হয়েছে এবং জানানো হয়েছে, ক্যাম্পাস লকডাউন থাকবে। মেয়র জানিয়েছেন, আহতদের শারীরিক পরিস্থিতি গুরুতর হলেও স্থিতিশীল রয়েছে। তবে তাঁরা সকলেই পড়ুয়া কিনা সে বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে চাননি।
আমেরিকায় প্রায়শই বন্দুকবাজের হামলার ঘটনা ঘটে চলেছে এর আগে গত বুধবার আমেরিকায় কেনটাকি বিশ্ববিদ্যালয়ে এমনই এক হামলায় এক পড়ুয়ার মৃত্যু হয়। জখম হন আরও ১ জন। হামলাকারী বন্দুকবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমেরিকার রোড আইল্যান্ডে ব্রাউন বিশ্ববিদ্যালয়ের মতো মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরণের হামলায় নিরাপত্তা নিয়ে আতঙ্কে পড়ুয়া ও অভিভাবকরা।

Advertisement

Advertisement