ভারতীয় দলের কাছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অধিনায়ক সূর্য কুমার যাদবরা জয়ের লক্ষ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন এটাই স্বাভাবিক। দুই দলই এক একটা ম্যাচ জিতে থাকায় লড়াইটা অন্য মাত্রা নেয়। রবিবার টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সূর্যকুমার যাদব। ভারতীয় দলে দুই সেরা বোলার যশপ্রীত বুমরা ও অক্ষর প্যাটেলকে বাইরে রাখা হয়েছে। দলের তারকা পেসার যশপ্রীত বুমরা ব্যক্তিগত কাজে বাড়ি গেছেন। আর অসুস্থতার কারণে অক্ষর প্যাটেলকে দলে রাখা হয়নি। দলে এসেছেন হর্ষিত রানা ও কুলদীপ যাদব। ছন্দে নেই সহ অধিনায়ক শুভমন গিল তবুও দলে রেখেছেন কোচ গৌতম গম্ভীর।
খেলার শুরু থেকে ভারতের বোলাররা আক্রমন শানাতে থাকেন। উইকেটকে কাজে লাগিয়ে হর্ষিত রানা ও আর্শদীপ সিং-রা দক্ষিণ আফ্রিকার শিবিরকে চাপে ফেলে দেন। অনেকটা এলোমেলো হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। দলের ওপেনার কুইন্টল ডি’কক এবং আর হেনড্রিকস উইকেটে শক্ত হয়ে দাঁড়াতেই পারছিলেন না। দলের ১ রানের মাথায় দক্ষিণ আফ্রিকার প্রথম উইকেট ছিনিয়ে দেন আর্শদীপ সিং। হেনড্রিকস কোনও রান না করে আর্শদীপের বলে এলবিডাব্লু হয়ে প্যাভেলিয়নে ফেরত যান।
Advertisement
তারপরেই আউট হন কুইন্টল ডি’কক মাত্র ১ রান করে। হর্ষিত রানার বলে তিনিও এলবিডব্লু হন। তখন দক্ষিণ আফ্রিকার স্কোরবোর্ডে মাত্র ১ রান । এইডেন মার্করাম দলের হাল ধরার চেষ্টা করতে থাকেন। কিন্তু সতীর্থ খেলোয়াড়রা ভারতের বোলারদের মোকাবিলা করতে গিয়ে ব্যর্থ হন। ডি ব্রেভিস মাত্র ২ রান করে হর্ষিত রানার বলে বোল্ড আউট হয়ে প্যাভেলিয়নের পথে পা বাড়ান। তখন দেলর ৭ রান। মাঠে আসেন টি-স্টাবস। তিনিও বেশিক্ষন উইকেটে থাকতে পারেননি। তিনি হার্দিক পাণ্ডিয়ার বলে ক্যাচ তুলে দেন উইকেটরক্ষক জিতেশ শর্মার হাতে। তাঁর ব্যাট থেকে আসে ৯ রান। মার্করামের সঙ্গে জুটি বাঁধেন সি কেসচ। তিনি আসলেন আর চার রান করে ড্রেসিং রুমে চলে গেলেন।
Advertisement
শিবম দুবের বলে বোল্ড আউট হয়। এবারে মাঠে আসেন ডি’ফেরেইরা। তিনি কিছুটা ধরে খেলবার চেষ্টা করেন। কিন্তু তা দীর্ঘস্থায়ী হয়নি। বরুন চক্রবর্তীর বলে ফেরেইরার উইকেট ভেঙে যায়। তিনি ১৫ বল খেলে ২০ রান স্কোরবোর্ডে যোগ করেন। দক্ষিণ অফ্রিকার খেলোয়াড়রা ভারতের বোলারদের সঙ্গে মোকাবিলা করতে গিয়ে ব্যর্থ হতে থাকেন। জানসেন মাঠে এসে দলের পতন রোধ করতে পারেননি। জানসেন ২ রান করেন। বরুণ চক্রবর্তীর বলে সরাসরি তিনি বোল্ড আউট হন। সাত উইকেটটি পড়ে দক্ষিণ আফ্রিকার ৭৭ রানে।
দক্ষিণ আফ্রিকা দলকে টেনে নিয়ে যেতে এইডেন মার্করাম বেশ সতর্কের সঙ্গে খেলতে থাকেন। মার্করাম ও নরটজে জুটি একশো রানে দলকে পৌঁছে দেন। একা কুম্ভের ভূমিকায় মার্করাম খেলে যান। কিন্তু শেষ পর্যন্ত রক্ষা করেতে পারলেন না। ৬১ রানের মাথায় আর্শদীপের বলে উইকেটরক্ষক জিতেশের হাতে ক্যাচ তুলে দেন। মার্করাম ৪৬ বলে ৬১ রান করেন। দক্ষিণ আফ্রিকার নবম উইকেটটি পড়ে ১১৫ রানে। কুলদীপ যাদবের বলে উইকেটরক্ষক জিতেশর হাতে ক্যাচ তুলে দেন নরটজে। কুলদীপের বলে বার্টম্যান ১ রানে আউট হন সূর্য কুমার যাদবের হাতে ধরা পড়ে। দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয় ১১৭ রানে। ভারতের ছয় জন বোলারকে ব্যবহার করা হয়। প্রত্যেকেই উইকেট পেয়েছেন। ভারতের সামনে জয়ের লক্ষ্যমাত্রা হল ১১৮ রান।
Advertisement



