• facebook
  • twitter
Monday, 15 December, 2025

ছয় বছর বয়সে ২ সন্তানের বাবা, এসআইআর পর্বে প্রকাশ্যে বিভ্রান্তিকর তথ্য

বর্ধমানের মঙ্গলকোটের বাসিন্দা সরোজ মাঝির ছেলে অনুপ মাঝি দাবি করেছেন, তাঁর বাবাকে নিজেদের বাবা দেখিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন বাংলাদেশের নাগরিক সাগর মাঝি এবং লক্ষ্মী মাঝি

প্রতীকী চিত্র

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন তথা এসআইআর চলাকালীন প্রতিদিন নিত্যনতুন বিষয় প্রকাশ্যে আসছে। রাজ্যের একাধিক জায়গায় বয়স বিভ্রান্তি, সম্পর্কের সমীকরণে গরমিলের অভিযোগ উঠেছে। এবার পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে এসআইআর–এর দৌলতে প্রকাশ্যে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এনুমারেশন ফর্মের পরিসংখ্যান অনুযায়ী, ছয় বছর বয়সে দুই ছেলের বাবা! অর্থাৎ ৬৩ বছর বয়সি ওই ব্যক্তির ৫৯ ও ৫৮ বছরের ছেলে রয়েছে।
বর্ধমানের মঙ্গলকোটের বাসিন্দা সরোজ মাঝির ছেলে অনুপ মাঝি দাবি করেছেন, তাঁর বাবাকে নিজেদের বাবা দেখিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন বাংলাদেশের নাগরিক সাগর মাঝি এবং লক্ষ্মী মাঝি। এসআইআর পর্ব চলাকালীন এনুমারেশন ফর্ম পূরণের সময় বিষয়টি ধরা পড়ে। এই বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক। সরোজ মাঝির পরিবারে আতঙ্ক দানা বেঁধেছে। এই ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন সাগর ও লক্ষ্মী মাঝি। তাঁদের দাবি, ২০০৬ সালে তাঁদের ভোটার তালিকায় নাম তুলে দিয়েছিল স্থানীয় সিপিএম নেতৃত্ব। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে বাম নেতৃত্ব।
এর আগেও এমন বিভ্রান্তিকর তথ্য প্রকাশ্যে এসেছে। যে ব্যক্তির চার ছেলে রয়েছে, তাঁর ছয় ছেলের খোঁজ মিলেছে। শ্বশুরকে বাবা পরিচয় দিয়ে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার অভিযোগও সামনে এসেছে। এমনকী বাড়িওয়ালাকে বাবা বানিয়েও ভোটার তালিকায় নাম তোলার নজির রয়েছে। বর্ধমানের মঙ্গলকোটের এই খবরটি, সেই তালিকায় নতুন সংযোজন। ইতিমধ্যেই এনুমারেশন ফর্ম ফিলআপ করে জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হয়েছে। আজ মঙ্গলবার রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তার আগে এই ধরনের একাধিক বিষয় প্রকাশ্যে আসছে।
জানা গিয়েছে, রাজ্যে ১ কোটি ৬৭ লক্ষ ৪৫ হাজার ৯১১ জন ভোটারের দেওয়া তথ্যে অসঙ্গতি ধরা পড়েছে। এই ভোটারদের তথ্য যাচাই করা হবে। বিএলও-রা বাড়ি বাড়ি গিয়ে সেই তথ্য যাচাই করে দেখবেন। তারপরও সন্দেহ থাকলে শুনানির জন্য ডেকে পাঠানো হবে। নির্বাচন কমিশন সূত্রে খবর, ৮৫ লক্ষ ভোটারের বাবার নামে ভুল রয়েছে। সাড়ে ১৩ লক্ষ ভোটারের মা-বাবা হিসেবে একই নাম এসেছে। এনুমারেশন ফর্মে দেওয়া তথ্য অনুযায়ী, ১১ লক্ষ ৯৫ হাজার ২৩০ জন বাবা হয়েছেন ১৫ বছরের কম বয়সে। ৩ লক্ষ ২৯ হাজার ১৫২ জন ভোটার ৪০ বছরের কম বয়সেই ঠাকুরদা হয়েছেন। এই সব তথ্য খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছে কমিশন।

Advertisement

Advertisement