• facebook
  • twitter
Monday, 15 December, 2025

১৮ ডিসেম্বর অ্যালেন পার্কে শুরু বড়দিনের উৎসব, উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

আগামী ৪ জানুয়ারি পর্যন্ত অ্যালেন পার্কে চলবে ক্রিসমাসের নানা সংস্কৃতিক অনুষ্ঠান

১৮ ডিসেম্বর পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে বড়দিনের উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন থেকে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত অ্যালেন পার্কে চলবে ক্রিসমাসের নানা সংস্কৃতিক অনুষ্ঠান। ওই সময় শুরু হচ্ছে শিল্প সম্মেলন। ১৭ ও ১৮ ডিসেম্বর গুরুত্বপূর্ণ বাণিজ্য কর্মসূচি রয়েছে বলে নবান্ন সূত্রে খবর। সেই কারণে বড়দিনের উৎসবের সূচনাতে কিছুটা বদল করা হয়েছে। ১৭ ডিসেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়ামে বসছে এমএসএমই মিট।

পরদিন ১৮ ডিসেম্বর আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে সরকারের উদ্যোগে আয়োজিত বিজনেস কনক্লেভ। কর্মসূচিতে যোগ দিতে শহরে আসছেন দেশি ও বিদেশি শিল্পপতি, বিনিয়োগকারী এবং বণিক মহলের প্রতিনিধিরা। প্রতি বছর ২০ ডিসেম্বর বড়দিনের উৎসবের উদ্বোধন করা হয়। শিল্প সম্মেলনের জন্য এ বছর বড়দিনের কর্মসূচিকে এগিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে নবান্ন। বিজনেস কনক্লেভের অনুষ্ঠান সেরেই মুখ্যমন্ত্রী পার্ক স্ট্রিটে গিয়ে বড়দিনের উৎসবের সূচনা করবেন।

Advertisement

শিল্প সম্মেলনের কথা মাথায় রেখে এ বছর বড়দিনের উৎসবে আলোকসজ্জার ক্ষেত্রে বাড়তি গুরুত্ব দিচ্ছে কলকাতা পুরসভা। পার্ক স্ট্রিটের পাশাপাশি ভবানীপুর মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র হওয়ায় বেশি গুরুত্ব পাচ্ছে। তাই এই এলাকাকেও আলোর সজ্জায় সাজিয়ে তোলা হচ্ছে। আবার এই বিধানসভাতেই রয়েছে আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহ। সেখানেই হবে শিল্প সম্মেলন।

Advertisement

তাই ওই অঞ্চলকেও বিশেষভাবে আলোয় মুড়ে ফেলা হবে বলে খবর। পুরসভা সূত্রে খবর, এই আলোকসজ্জার জন্য কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে যাতে কলকাতা ও পশ্চিমবঙ্গ সম্পর্কে কোনও নেতিবাচক বার্তা না যায়, সে বিষয়ে সতর্ক রাজ্য প্রশাসন। শিল্প সম্মেলনের সঙ্গে বড়দিনের উৎসবকে ঘিরে তাই এ বার শহর জুড়ে প্রস্তুতির ছবি  স্পষ্ট।

 

Advertisement