মুল্লানপুরে দক্ষিণ আফ্রিকার কাছে ৫১ রানের বড় হারের পর ভারতীয় শিবিরে যে অস্বস্তির আবহ, তা আরও ঘনীভূত হয়েছে একটি ভাইরাল ভিডিয়োকে ঘিরে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ের দ্বিতীয় ম্যাচে বাজেভাবে হেরে সিরিজ়ে ১-১ সমতায় নেমে যাওয়ার পর ভারতীয় ড্রেসিংরুমে উত্তেজনার ছবি ধরা পড়েছে। ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় হেড কোচ গৌতম গম্ভীর ও অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে মুখোমুখি দাঁড়িয়ে গুরুতর আলোচনায় মেতে উঠতে দেখা যায়। অডিয়ো না থাকলেও তাঁদের মুখভঙ্গি ও শরীরী ভাষা ঘিরে জল্পনা শুরু হয়েছে—অনেকে দাবি করছেন, হারের পর দু’জনের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছিল।
এই হারের কারণ হিসেবে উঠে আসছে ব্যাটিং অর্ডারে একাধিক অদলবদলের সিদ্ধান্ত। ২১৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত মাত্র ১৬২ রানেই গুটিয়ে যায়। ধারাবাহিক ব্যর্থ শুবমন গিল ফের শূন্য রানে ফিরে যান। তিন নম্বরে নামা অক্ষর প্যাটেল ২১ বলে ২১ রান করেন, অধিনায়ক সূর্যকুমার যাদবের ব্যাট থেকেও আসে মাত্র ৫ রান। হার্দিক পান্ডিয়া ২৩ বলে ২০ রান করে থামেন। একমাত্র লড়াই চালান তিলক বর্মা, তাঁর ৬২ রানের ইনিংস কিছুটা আশা জাগালেও ততক্ষণে ম্যাচ অনেকটাই হাতছাড়া। নিয়মিত ব্যাটিং পজিশনে না নামিয়ে একাধিক ক্রিকেটারকে নতুন ভূমিকায় পাঠানোর সিদ্ধান্ত যে উল্টো ফল দিয়েছে, তা স্পষ্ট।
Advertisement
বোলাররাও প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা অনায়াসে বড় রান তুলে নেয়, যা ভারতীয় দলের চাপ আরও বাড়িয়ে দেয়। সব মিলিয়ে হেড কোচ গৌতম গম্ভীরের কৌশল ও সিদ্ধান্ত নিয়ে আবারও প্রশ্ন উঠতে শুরু করেছে।
Advertisement
এ বার নজর সিরিজ়ের তৃতীয় ম্যাচের দিকে। আজ রবিবার (১৪ ডিসেম্বর) ধরমশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। সিরিজ়ে এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে দু’পক্ষের সামনেই। তবে ঘরের মাঠে হারের ধাক্কা সামলে শক্তিশালী প্রত্যাবর্তন করাই এখন ভারতীয় দলের প্রধান লক্ষ্য।
Advertisement



