তবে এই ঘটনা প্রথমবার নয়, চিন বরাবরই কোনও জঙ্গিকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’ ঘোষণা করতে গেলে ভারতের প্রস্তাবের বিরোধিতা করে এসেছে। বিশেষ করে যেখানে পাকিস্তানের যোগ থাকার প্রমাণ মিলেছে। এর আগেও যখন ভারত ও আমেরিকা রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে আন্তর্জাতিক জঙ্গি হিসাবে এদের ঘোষণা করার প্রস্তাব দেয়, তখনও বাধা হয়ে দাঁড়িয়েছিল চিন।
আবদুর রহমান মাক্কি হাফিজ সঈদের খুড়তুতো ভাই। তিনি লস্কর-ই-তৈবার রাজনৈতিক বিষয়ক বিভাগের প্রধান ছিলেন। তিনি লস্কর-ই-তৈবার বৈদেশিক সম্পর্ক বিভাগের প্রধান হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন। চীন ২০২২ সালে প্রস্তাবটি স্থগিত করে এবং ২০২৩ সালে এটি তুলে নেয়, যার ফলে মাক্কিকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। তবে, সরকারি সূত্রগুলি যুক্তি দেখায় যে পাকিস্তান রাষ্ট্রসংঘকে জানিয়েছে যে মাক্কি মারা গেছে, যা নিরাপত্তা সংস্থাগুলির মধ্যে সন্দেহের সৃষ্টি করেছে। মাক্কি লস্কর-ই-তৈবার জন্য তহবিল সংগ্রহের সঙ্গে জড়িত বলে অভিযোগ।
শহীদ মেহমুদ রহমতুল্লাহ পাকিস্তানে সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবার অন্যতম সংগঠন ফালাহ-ই-ইনসানিয়াত ফাউন্ডেশনের সদর দপ্তরের উপ-প্রধান। শহীদ ভারতে ঘাঁটি তৈরি ও ভারতবিরোধী কার্যকলাপে ধর্মীয় কাজের নামে তহবিল পাঠানোর ষড়যন্ত্রে জড়িত ছিলেন।