আমেরিকায় দুই চিনা গবেষকের কাছ থেকে ফসল ধ্বংসকারী ছত্রাক উদ্ধার হওয়ার পর বিভিন্ন আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। করোনার চেয়েও খারাপ কিছু অপেক্ষা করছে বিশ্ববাসীর জন্য। ফের করোনা সংক্রমণ বৃদ্ধির মধ্যেই ‘আরও খারাপ পরিস্থিতি’র জন্য সকলকে সতর্ক করলেন মার্কিন বিজ্ঞানীরা।
প্রসঙ্গত সম্প্রতি ফসল নষ্টকারী মারণ ছত্রাক আমেরিকায় পাচারের চেষ্টায় গ্রেপ্তার হয়েছে এক চিনা দম্পতিকে। এরই পরিপ্রেক্ষিতে এমনই দাবি বিজ্ঞানীদের। আমেরিকার চিন বিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ গর্ডন জি চ্যাং ফক্স নিউজকে এই বিষয়ে বলতে গিয়ে বলেছেন, ওই দম্পতির এই পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। এই ঘটনায় সতর্ক থাকতে হবে আমেরিকাকে। অন্যথায় বড়সড় বিপদের ঝুঁকি থেকে যাচ্ছে। তাঁর দাবি, কোভিডের চেয়েও খারাপ কোনও পরিস্থিতি আমেরিকায় হতেই পারে। চিনের এহেন ষড়যন্ত্র রুখতে তাদের সঙ্গে সবরকম সম্পর্ক ছেদ করার আর্জি জানিয়েছেন চিন বিষয়ক এই শীর্ষ বিশেষজ্ঞ।
আমেরিকায় ধৃত ওই দুই চিনা অভিযুক্তদের নাম ইউনকিং জিয়ান (৩৩) ও জুনিয়ং লিউ (৩৪)। তদন্তে জানা গিয়েছে, মার্কিন বিশ্ববিদ্যালয়ে গবেষণারত জিয়ানকে এই ফসল ধ্বংসকারী ছত্রাক পাঠান লিউ। তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্র, চোরাচালান, মিথ্যা বিবৃতি ও ভিসা জালিয়াতির অভিযোগও আনা হয়েছে। অভিযুক্ত ওই দুই চিনা বিজ্ঞানী ফুসারিয়াম গ্রামিনিয়ারাম নামের এই ভয়ংকর ছত্রাক আমেরিকায় পাচারের ষড়যন্ত্র করেছিলেন বলে মার্কিন বিচার বিভাগের তরফে জানানো হয়েছে। এই ছত্রাক গম, বার্লি, ভুট্টা ও ধানের মতো ফসলের ‘হেড ব্লাইট’ রোগের কারণ। আর আমেরিকার ফসলে একবার এই সংক্রমণ শুরু হলেই কোটি কোটি ডলারের ক্ষতির মুখে পড়তে হবে। এই বিষয়টিকে মার্কিন বিচার বিভাগের তরফে ‘কৃষি সন্ত্রাস’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এরপরই বিভিন্ন আশঙ্কায় আমেরিকাকে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে দাবি করেন বিশেষজ্ঞরা।
উল্লেখ্য, নোভেল করোনা ভাইরাস সার্স-কোভ-২-এর সংক্রমণের জেরে গোটা বিশ্বজুড়ে অতিমারী সৃষ্টি হয়েছিল। এই ভাইরাসের উৎস সম্পর্কে চিনের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র তত্ত্ব রয়েছে। অনেকেরই ধারনা, চিনের এক গবেষণাগার থেকে ওই মারণ ভাইরাস ছড়ানো হয়েছিল। সেই প্রসঙ্গ উল্লেখ করে আমেরিকার চিন বিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ গর্ডন জি চ্যাং বলছেন, ‘২০১৯ সালের মে মাসে চিনের সবচেয়ে গ্রহণযোগ্য সরকারি সংবাদমাধ্যমে একটি সম্পাদকীয় প্রকাশিত হয়েছিল। সেখানে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছিল। আমরা যেহেতু মার্কিন, তাই আমরা এমন ষড়যন্ত্র তত্ত্বকে প্রোপাগান্ডা বলেই উড়িয়ে দিয়েছিলাম। কিন্তু কমিউনিস্ট পার্টির তরফে এমন কথার গুরুত্ব দেওয়াই উচিত।’
এই পরিস্থিতির উল্লেখ করেই আমেরিকার প্রশাসনকে সতর্ক হতে বলছেন চ্যাং।