• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আজ বীরভূমে বাবা প্রমিলেশ্বর বন্দ্যোপাধ্যায়ের মন্দিরের উদ্বোধন করবেন কন্যা মমতা

প্রশাসনিক বৈঠকের সময় কবি জয়দেব রোডে একটি সেতুর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এই সেতু নির্মাণের জেরে পূর্ব বর্ধমানের সঙ্গে বীরভূমের সড়ক পথে ৩৩ কিলোমিটার যাত্রাপথ কমবে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

২০২৬-এর বিধানসভা নির্বাচনে বাঙালি অস্মিতাকেই হাতিয়ার করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের শহিদ দিবসের মঞ্চ থেকে ২১ জুলাই ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের উপর হওয়া অত্যাচারের প্রতিবাদ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিয়েছিলেন ভাষা আন্দোলনের ডাক। সোমবার থেকে শুরু হচ্ছে সেই আন্দোলন। সোমবার বোলপুরে তাঁর ভাষা আন্দোলনের প্রথম সমাবেশ। রবিবার রাতেই সেখানে পৌঁছে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। দলীয় কর্মসূচি ছাড়াও প্রশাসনিক বেশ কিছু কর্মসূচি নিয়েও বোলপুরে গিয়েছেন মমতা। সরকারি ও রাজনৈতিক কর্মসূচির ফাঁকে সেখানে তাঁর বাবার মন্দিরের দ্বারোদ্ঘাটন করবেন।

নবান্ন সূত্রের খবর, সোমবার বোলপুরে প্রথম প্রশাসনিক বৈঠক হবে দুপুর ১টায়। এর পর দুপুর দু’টোয় মিছিল শুরু হবে লজ মোড় থেকে। সেই মিছিল শান্তিনিকেতন রোড ধরে চৌরাস্তা পেরিয়ে শ্রীনিকেতন রোড হয়ে জামবুনি বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হবে। সেখানেই সমাবেশে বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর দুটো থেকে মিছিল শুরু হওয়ার পর প্রতি রাস্তার মোড়ে বিভিন্ন সাংস্কৃতিক দল উপস্থিত থাকবে। গান, আবৃত্তির মাধ্যমে বাংলা ভাষার উপর আক্রমণের প্রতিবাদ করা হবে বলে জানা গিয়েছে।

Advertisement

প্রশাসনিক বৈঠকের সময় কবি জয়দেব রোডে একটি সেতুর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এই সেতু নির্মাণের জেরে পূর্ব বর্ধমানের সঙ্গে বীরভূমের সড়ক পথে ৩৩ কিলোমিটার যাত্রাপথ কমবে। ফলে যোগাযোগ আরও সহজ হবে। এ সব কাজের ফাঁকে এই দিনই রামপুরহাটে বাবা প্রমিলেশ্বর বন্দ্যোপাধ্যায়ের পূজার্চনার মন্দিরের উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবা প্রমিলেশ্বর বন্দ্যোপাধ্যায় রামপুরের চাকাইপুর গ্রামের দুর্গা মন্দিরের নিয়মিত পূজারী ছিলেন। প্রায় ২০০ বছরেরও বেশি প্রাচীন মুখ্যমন্ত্রীর জন্মভিটের এই দুর্গা মন্দির। ‍গ্রামবাসী ও ভক্তদের অনুদান মিলিয়ে ৫৫ লক্ষ টাকা দিয়ে নতুন করে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। সেখানে মা দুর্গার শৈলমূর্তি উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৮ জুলাই শ্রাবণের সোমবার পড়ায় এই মন্দিরটি নবকলেবরে সাজানো হয়েছে। আজ সেই মন্দিরের দ্বারোদ্ঘাটন করবেন কন্যা মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর আগমনের খবরে ইতিমধ্যেই সাজো সাজো রব পড়ে গিয়েছে চাকাইপুরে।‍

Advertisement