দিল্লি, ৩ অক্টোবর– সম্প্রতি বাংলায় নানান মামলায় ইডি, সিবিআইয়ের অতিসক্রিয়তা নিয়ে ইতিমধ্যেই মানবাধিকার হরণের অভিযোগ তুলেছে তৃণমূল সরকার সহ সমস্ত বিরোধী দল। এবার দেশের শীর্ষ আদালতের সতর্কবার্তায় সেই অভিযোগেই যেন সিলমোহর পড়ল। মঙ্গলবার একটি দুর্নীতির তদন্তের মামলায় সেই অভিযোগ ঘিরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে সতর্ক করল দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট মঙ্গলবার ইডিকে সতর্ক করে দিয়ে বলেছে,… ...