• facebook
  • twitter
Wednesday, 17 December, 2025

জল জীবন মিশন প্রকল্পের টাকা মেটানোর দাবি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক তৃণমূলের সাংসদদের

এই প্রকল্পে কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া প্রায় ২ হাজার ৫২৫ কোটি টাকা, দাবি তৃণমূলের

 

জল জীবন মিশন প্রকল্পেও বঞ্চিত বাংলা। মনরেগা, সড়ক, সর্বশিক্ষা অভিযান এবং আবাস যোজনার পর জল জীবন মিশন প্রকল্প নিয়ে সরব হল তৃণমূল। এই প্রকল্পে কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া প্রায় ২ হাজার ৫২৫ কোটি টাকা, দাবি তৃণমূলের। এবার এই বকেয়া টাকা মেটানোর দাবিতে জলশক্তি মন্ত্রী চন্দ্রকান্ত রঘুনাথ পাটিলের সঙ্গে দেখা করল তৃণমূল সাংসদদের প্রতিনিধি দল। আলোচনা ফলপ্রসূ হয়েছে। তবে বকেয়া টাকা কবে মিলবে তা মন্ত্রী জানাতে পারেননি বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়।

Advertisement

আজ, বুধবার বকেয়া মেটানোর দাবিতে, কেন্দ্রীয় মন্ত্রী সিআর পাতিলের সঙ্গে দেখা করেন তৃণমূল সাংসদের ১০ জনের প্রতিনিধি দল। দলে ছিলেন লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার, সাংসদ সৌগত রায়-সহ ৮ লোকসভার সাংসদ ও সাগরিকা ঘোষ-সহ ২ জন রাজ্যসভার সাংসদ। চিঠি দিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে জানানো হয়, জল জীবন মিশন প্রকল্পে ২,৫২৫ কোটি টাকা বকেয়া রয়েছে। তৃণমূলের অভিযোগ, ২০২৪ সালের আগস্ট মাসের পর থেকে এই প্রকল্পের টাকা বন্ধ রেখেছে কেন্দ্র।

Advertisement

২০২৪-২৫ অর্থবর্ষে শেষবার ২,৫২৫ কোটি টাকা দিয়েছিল কেন্দ্র, কিন্তু দেওয়ার কথা ছিল ৫ হাজার ৫০ কোটি টাকা। তৃণমূলের অভিযোগ, বাংলাকে বঞ্চনা করে টাকা আটকে রেখেছে কেন্দ্র। এই টাকা বন্ধ রাখার ফলে প্রকল্পের কাজ থমকে গেছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসে। অসুবিধার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। বৈঠকের পর সৌগর রায় বলেন, ‘আমরা চিঠি দিয়ে দ্রুত বাংলার বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার কথা বলেছি। মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে । ভালো আলোচনা হয়েছে। কিন্তু কবে টাকা দিতে পারবে তা জানাতে পারেননি। ক্যাবিনেটের ছাড়পত্র মেলেনি বলে জানতে পেরেছি।‘

Advertisement