• facebook
  • twitter
Friday, 5 December, 2025

নাড্ডার বক্তৃতার সামনেই নিরাপত্তারক্ষী অজ্ঞান, ভাইরাল ভিডিয়ো

ভ্রুক্ষেপ না করায় তীব্র আক্রমণ করল তৃণমূল–কংগ্রেস

প্রতিনিধিত্বমূলক চিত্র

বল্লভভাই প্যাটেল-এর সার্ধশতবর্ষ উপলক্ষে ভদোদরায় আয়োজিত ‘সর্দার একতা যাত্রা’র উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান মুখ ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা করছিলেন তিনি। আর ঠিক সেই সময়েই মঞ্চের সামনেই স্যুট-টাই পরিহিত এক নিরাপত্তারক্ষী হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। নিরাপত্তার দায়িত্বে থাকা অন্যান্য সদস্যরা দ্রুত এগিয়ে এসে তাঁকে উদ্ধার করার চেষ্টা করলেও নাড্ডার বক্তৃতা থামেনি। মঞ্চে বসে থাকা বিজেপি নেতারাও স্থাণুবৎ বসে ছিলেন। সমাজমাধ্যমে এই পুরো ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক ( যদিও দৈনিক স্টেটসম্যান এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি।)

তৃণমূল এই ভিডিয়ো পোস্ট করে অভিযোগ তুলেছে, ‘বিজেপির অমানবিকতার বিরল নজির’। তাদের বক্তব্য, মানুষের অসুস্থতা বা বিপদ বিজেপি নেতাদের কোনও ভাবনাই জাগায় না। কংগ্রেসও একই সুরে কেন্দ্রের শাসকদলকে আক্রমণ করে লিখেছে, ‘যদি চোখের সামনে একজন অজ্ঞান হয়ে পড়লেও বিজেপি নেতারা না-ভাবেন, তাহলে মানুষের নিত্যদিনের সমস্যা তাঁরা কী ভাবে বুঝবেন?’

Advertisement

জানা গিয়েছে, নাড্ডার জেড-প্লাস নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীদেরই একজন আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে ঠিক কী কারণে তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন, তা এখনও স্পষ্ট নয়। পরে সহকর্মীদের সাহায্যে তিনি অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে যান।

Advertisement

Advertisement