• facebook
  • twitter
Sunday, 13 October, 2024

স্ত্রী-সহ তিন সন্তানদের মেরে আত্মঘাতী যুবক!

তিরুবন্তপুরম, ৬ মার্চ– পরিবারের সকলকে খুন করে আত্মঘাতী হলেন এক ব্যক্তি৷ কেরলের কোট্টায়ামের এই ঘটনায় জানা গিয়েছে, ওই ব্যক্তি তাঁর স্ত্রী ও সন্তানদের খুন করে আত্মহত্যা করেছেন৷ মঙ্গলবার কেরলের কোট্টায়াম জেলায়  ৪৪ বছরের জেসন থমাস ও তাঁর স্ত্রী ২৯ বছরের মেরিনা বেনির পাশাপাশি তাঁদের তিন সন্তানের দেহও উদ্ধার করে পুলিশ৷ ওই তিনজনের বয়স চার বছর, দুই

dead body

তিরুবন্তপুরম, ৬ মার্চ– পরিবারের সকলকে খুন করে আত্মঘাতী হলেন এক ব্যক্তি৷ কেরলের কোট্টায়ামের এই ঘটনায় জানা গিয়েছে, ওই ব্যক্তি তাঁর স্ত্রী ও সন্তানদের খুন করে আত্মহত্যা করেছেন৷ মঙ্গলবার কেরলের কোট্টায়াম জেলায়  ৪৪ বছরের জেসন থমাস ও তাঁর স্ত্রী ২৯ বছরের মেরিনা বেনির পাশাপাশি তাঁদের তিন সন্তানের দেহও উদ্ধার করে পুলিশ৷ ওই তিনজনের বয়স চার বছর, দুই বছর ও সাত মাস৷

জানা গিয়েছে, জেসন পেশাগত ভাবে একজন চালক৷ তিনি তাঁর বড় দাদাকে ফোন করে নিজের বাডি়তে আসতে বলেন৷ সেই ব্যক্তি সেখানে পৌঁছে আবিষ্কার করেন সকলের মৃতদেহ৷ পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ৷ প্রাথমিক তদন্ত থেকে মনে করা হচ্ছে নিজের স্ত্রী ও তিন সন্তানকে হত্যা করে আত্মহননের পথ বেছে নেন জেসন৷