• facebook
  • twitter
Friday, 5 December, 2025

শিশুদের স্বপ্নের আলোয় রাঙালো সোনাগাছির অন্ধকার গলি

স্থানীয় মানুষজন, সমাজকর্মী, বিভিন্ন সংগঠন ও শুভানুধ্যায়ীরা এই অনুষ্ঠানে অংশ নেন। শিশুদের নিরাপদ ও সহায়ক পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তাঁরা।

নিজস্ব চিত্র

সোনাগাছির অন্ধকার গলিতে ফুটে উঠল ছোট ছোট স্বপ্নের আলো। যৌনকর্মীদের সন্তানদের নিয়ে গড়ে ওঠা সংগঠন ‘আমরা পদাতিক’-এর উদ্যোগে শুক্রবার শিশু দিবস উপলক্ষে পালিত হল এক বর্ণাঢ্য শিশু দিবসের অনুষ্ঠান। শুধু আনন্দ নয়, এই উৎসবের মূল উদ্দেশ্য ছিল প্রান্তিক শিশুদের অধিকার, সম্মান ও সমান সুযোগের দাবি আরও জোরালো করে তোলা।

সোনাগাছি বলতে যে পরিবেশের কথা আমাদের মাথায় আসে, সেই পরিবেশ যেন বদলে গিয়েছিল এদিন সকাল থেকে। কোথাও নাচ, কোথাও গান, কোথাও নাটক—বাচ্চাদের হাসি-খুশির উচ্ছ্বাসে ভরে উঠল পুরো এলাকা। শিশুদের তৈরি বিভিন্ন পরিবেশনা মুহূর্তে করতালিতে মুখর করে তুলল চারপাশের পরিবেশকে।

Advertisement

এক শিশু জানায়, ‘আজ আমাকে মঞ্চে নাচতে দেখে মা খুব খুশি হয়েছে। সবাই হাততালি দিয়েছে আমার খুব ভালো লেগেছে।’ এক যৌন কর্মী জানান, আমার মেয়েটাকে স্কুল পাঠালে, অনেক সময় অনেক কটূক্তির শিকার হতে হয়েছে। ও খুব ভালো আঁকতে পারে, আমার ইচ্ছা ওকে আঁকা নিয়ে অনেক দূর নিয়ে যাব।

Advertisement

এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র। তাঁর উপস্থিতি শিশুদের কাছে ছিল বাড়তি অনুপ্রেরণা। আর আসন্ন ছবি ‘হাটি হাটি পা পা’–র কথাও তুলে ধরেন তিনি। যেমনভাবে তিনি সিনেমায় স্বপ্নের শক্তির কথা বলেন, তেমনই শিশুদের বললেন, ‘নিজেদের উপর ভরসা রাখো, তবেই স্বপ্নগুলো বড় হবে।’

স্থানীয় মানুষজন, সমাজকর্মী, বিভিন্ন সংগঠন ও শুভানুধ্যায়ীরা এই অনুষ্ঠানে অংশ নেন। শিশুদের নিরাপদ ও সহায়ক পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তাঁরা।

দিনের শেষে শুধু অনুষ্ঠান নয়, প্রান্তিক এলাকার শিশুদের জন্য এক টুকরো স্বীকৃতি, ভালোবাসা ও নতুন আশার আলো নিয়ে ঘরে ফিরল সবাই। শিশুদের হাসির ঝিলিক যেন জানিয়ে দিল, ‘তাঁদের গল্প এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু।’

Advertisement