সমাজের প্রান্তিক এলাকায় বেড়ে ওঠা শিশুরা যেন নিরাপদ ও সম্মানজনক পরিবেশে বড় হতে পারে— এই লক্ষ্যকে সামনে রেখে সোনাগাছির যৌনকর্মীদের সন্তানদের জন্য মাসিক স্বাস্থ্য সচেতনতা শিবিরের আয়োজন করল আভা সার্জি কেন্দ্র। ‘আমরা পদাতিক’ সংগঠনের সহযোগিতায় আয়োজিত এই উদ্যোগে অংশ নেন দেড় শতাধিক শিশু ও কিশোরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আভা সার্জি কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও মুখ্য পরামর্শদাতা ডা. বনী কুমার মিত্র, কেন্দ্রের পরিচালক ও মুখ্য ভ্রূণবিশারদ ডা. কনকন দাস মিত্র এবং ‘আমরা পদাতিক’-এর সদস্যরা। শিবিরের শেষে সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তীর মনোমুগ্ধকর পরিবেশনা শিশু ও অংশগ্রহণকারীদের দিনটিকে আরও উষ্ণ করে তোলে।
Advertisement
শিবিরে মাসিক স্বাস্থ্য, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, দেহের স্বাভাবিক পরিবর্তন ও প্রাথমিক স্ত্রী-স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয়ে বয়সোপযোগী আলোচনার মাধ্যমে সচেতনতা বাড়ানো হয়। এর পাশাপাশি আভা সার্জি কেন্দ্রের পক্ষ থেকে শতাধিক অংশগ্রহণকারীকে হাইজিন কিট বিতরণ করা হয়, যাতে প্রয়োজনীয় সামগ্রী ও শিক্ষামূলক উপকরণ ছিল। সার্জি কেন্দ্রের চিকিৎসকরা শিশুদের নানা প্রশ্নের উত্তরও দেন।
Advertisement
ডা. বনী কুমার মিত্র বলেন, ‘স্বাস্থ্য পরিষেবা কেবল চিকিৎসার মধ্যেই সীমাবদ্ধ নয়। সমাজের প্রতিটি শিশুই সম্মান, যত্ন ও মৌলিক পরিচ্ছন্নতার অধিকারী। এই ধরনের উদ্যোগ আমাদের সেই দায়িত্ববোধকেই আরও শক্তিশালী করে।’
আভা সার্জি কেন্দ্র ও আমরা পদাতিক জানায়, ঝুঁকিপূর্ণ পরিবেশে বেড়ে ওঠা শিশুদের নিয়মিত সচেতনতা, ধারাবাহিক শিক্ষণ ও সহায়তার বাইরে বিকল্প পথ খোলা নেই। সমাজের স্বাস্থ্য ও সম্মান রক্ষায় চিকিৎসা প্রতিষ্ঠান ও সংগঠনের যৌথ প্রচেষ্টাই সবচেয়ে বেশি কার্যকর।
মাসিক স্বাস্থ্য বিষয়ে মহিলা ও কিশোরীদের মধ্যে এখনও প্রচুর অজ্ঞতা রয়েছে বলেই জানালেন এই সংস্থার পরিচালক ডা. কনকন দাস মিত্র। তাঁর কথায়, ‘শুধু তথ্য দেওয়া নয়, আমরা চাই এই মেয়েরা নিজেদের শরীর সম্পর্কে সচেতন হোক, আত্মবিশ্বাসী হোক এবং ভবিষ্যতে নিজের সিদ্ধান্ত যেন নিজেই নিতে পারে।’
উল্লেখ্য, আগামী দিনে কলকাতার বিভিন্ন স্কুল-সহ নানা এলাকায় অনুরূপ সচেতনতা শিবিরের আয়োজনের পরিকল্পনা করেছে আভা সার্জি কেন্দ্র। সমাজের তৃণমূল স্তরে স্বাস্থ্য, মানবিকতা ও মর্যাদা রক্ষার কাজ এগিয়ে নিয়ে যাওয়াই তাদের লক্ষ্য।
Advertisement



