নির্বাচনের আগে তেল নিয়ে কথা নয়,জানালেন সুষমা

মঙ্গলবার ইরানের বিদেশমন্ত্রী জাভাদ জারিফকে সুষমা জানিয়ে দিলেন লােকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরই  সিদ্ধান্ত নেওয়া হবে ভারত ইরান থেকে তেল কিনবে কিনা

Written by SNS New Delhi | May 16, 2019 3:29 pm

সুষমা স্বরাজ ইরানের বিদেশ মন্ত্রী জাভাদ জারিফ(Photo: IANS/MEA)

ভারত সফরে এসেছেন ইরানের বিদেশমন্ত্রী জাভাদ জারিফ।ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে দ্বিপাক্ষিক একাধিক বিষয় নিয়ে আলােচনা হয়েছে,তবে কোনও কথা হল না তেল নিয়ে।তার একমাত্র কারণ ভারতের লােকসভা নির্বাচন।

মঙ্গলবার ইরানের বিদেশমন্ত্রী জাভাদ জারিফকে সুষমা জানিয়ে দিলেন লােকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরই  সিদ্ধান্ত নেওয়া হবে ভারত ইরান থেকে তেল কিনবে কিনা।সরকারি সূত্রে খবর,রুহানি সরকারের তৎপরতায় ইরানের বিদেশমন্ত্রী ভারত সফরে এসেছেন।দুই দেশের বিদেশমন্ত্রীদের মধ্যে আলােচনা হয়েছে দুই দেশের বর্তমান পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক সমঝােতা নিয়ে।তবে ইতিমধ্যে ভারত ছাড়াও গত কয়েক সপ্তাহে ইরান বৈঠক করেছে।রাশিয়া , চিন , তুর্কমেনিস্তান ও ইরাকের সঙ্গে।

ইরানের বিদেশমন্ত্রী জানিয়েছেন,রাষ্ট্রপতি রুহানি ৮ মে যেসব পদক্ষেপ করেছেন তা বিস্তারিত জানাতেই ভারতে এসেছেন জারিফ।ইইউ-৩ এবং অন্যান্যদের ৬০ দিনের সময় দেওয়া হয়েছে তেল এবং ব্যাঙ্কিং চ্যানেল সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ১২ দিন আগেই ইরান থেকে ভারত এবং অন্যান্য দেশের তেল কেনার ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডােনাল্ড ট্রাম্প।বিশ্বের তৃতীয় তেল গ্রাহক ভারত।৮০ শতাংশ তেল আমদানি করতে হয়।ইরাক এবং সৌদি আরবের পর ইরান থেকেই আসে তেলের পর্যাপ্ত জোগান।