‘পরবর্তী রাষ্ট্রপতি হবেন, তাঁকে ভোট দিয়েছি’  ক্রস ভোটিং-এর পর জবাব অখিলেশের কাকার

মুখে অবশ্য সরাসরি বলেননি। ঘুরিয়ে বলেন, যিনি পরবর্তী রাষ্ট্রপতি হবেন, তাঁকে ভোট দিয়েছি। অখিলেশ যাদবের কাকা শিবপাল  জানান, ভোট দ্রৌপদীকেই দিয়েছেন।

Written by SNS Patna | July 18, 2022 5:55 pm

মুখে অবশ্য সরাসরি বলেননি। ঘুরিয়ে বলেন, যিনি পরবর্তী রাষ্ট্রপতি হবেন, তাঁকে ভোট দিয়েছি। অখিলেশ যাদবের কাকা শিবপাল  জানান, ভোট দ্রৌপদীকেই দিয়েছেন। আগে অবশ্য দ্রৌপদী মুর্মুর সম্মানে বিজেপির দেওয়া নৈশ ভোজে উপস্থিত ছিলেন। সেখানে স্বয়ং দ্রৌপদীকে কথা দিয়েছিলেন ‘ভোট আপনাকেই দেব।’

এক কথার মাধ্যমে শিবপাল বুঝিয়ে দেন, তিনি ভাইপোর হুইপ মানেননি। শিবপাল প্রগতিশীল সমাজবাদী পার্টির প্রধান হলেও বিধানসভা ভোটে জিতে এসেছেন সমাজবাদী পার্টির সাইকেল প্রতীকে। ফলে খাতায় কলমে তিনি সমাজবাদী পার্টির বিধায়ক। দলের সুপ্রিমো তথা বিরোধী দলনেতা অখিলেশের হুইপ তিনি মানতে বাধ্য।

কিন্তু মুলায়মের পরিবারের গোলমালে বারেবারে পার্টিকে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এরকমই এক বিবাদে দল ছাড়েন শিবপাল।

এবার বিধানসভা ভোটের আগে কাকা-ভাইপো হাত ধরাধরি করলেও নির্বাচন মিটতেই ফের যুদ্ধংদেহী দু’জনেই। আসলে দলের প্রতিষ্ঠাতা মুলায়ম সিংয়ের বয়স যত বাড়ছে, শরীর স্বাস্থ্য ভাঙছে, ততই পারিবারিক বিবাদে জড়াচ্ছে উত্তরপ্রদেশে রাজনীতির যাদব পরিবার।

আগেই কথায় কথায় মুখ্যমন্ত্রী যোগীর প্রশংসা ইত্যাদি নিয়ে অখিলেশ ক্ষিপ্ত হয়ে উঠেছেন কাকার উপর। রাষ্ট্রপতি ভোট নিয়ে তাই শিবপালের বাড়িতে লোক পাঠিয়ে হুইপের চিঠি ধরিয়ে দিয়েছিলেন অখিলেশ।

পাল্টা চিঠিতে কড়া জবাব দেন শিবপাল। তাঁর অভিযোগ, অখিলেশ দলটা তুলে দেওয়ার চেষ্টা করছেন। নেতাজি অর্থাৎ মুলায়মকে গৃহবন্দি করে রেখেছেন। কাউকে তাঁর সঙ্গে দেখা করতে দিচ্ছেন না।

অখিলেশ আবার পাল্টা জবাবে বলেন, নেতাজিকে যারা দিনরাত অপমান করে, মিথ্যা মামলায় জড়ায় তাদের সুখ্যাতি করে যারা তারা বিজেপির লোক। শিবপালের চিঠি বিজেপির লিখে দেওয়া, অভিযোগ অখিলেশের।