এদিন সন্ধ্যায় সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংএর সাথে সাক্ষাৎ করেন বালুরঘাটের সাংসদ সােমবার সিকিমের রাজ্যপালের সাথে দেখা করবেন তিনি।
করােনা পরিস্থিতি মােকাবিলায় নড়েচড়ে বসল কেন্দ্র সরকার।করােনা মােকাবিলায় এই রাজ্য গুলি কী কী পদক্ষেপ নিয়েছে তা খতিয়ে দেখবে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল।