• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পুরুলিয়ায় কোভিডের টিকা নিলেন পর্যবেক্ষকরা

২৭ মার্চ পুরুলিয়ার ৯ টি আসনের সবগুলিতেই হতে চলেছে ভােট গ্রহণ গতকালই সম্পূর্ণ হয়েছে মনােনয়ন। ইতিমধ্যেই জেলায় এসে পৌঁছেছেন নির্বাচন কমিশনের পর্যবেক্ষকরা।

প্রতীকী ছবি (Photo by Punit PARANJPE / AFP)

আগামী ২৭ মার্চ পুরুলিয়ার ৯ টি আসনের সবগুলিতেই হতে চলেছে ভােট গ্রহণ গতকালই সম্পূর্ণ হয়েছে মনােনয়ন। ইতিমধ্যেই জেলায় এসে পৌঁছেছেন নির্বাচন কমিশনের পর্যবেক্ষকরা। বুধবার তারা কোভিডের টিকা নিলেন।

পুরুলিয়া এবং রঘুনাথপুরে তাদের টিকা প্রদান করা হয়। এ প্রসঙ্গে অবশ্য পর্যবেক্ষকরা কিছু বলতে না চাইলেও জেলাশাসক অভিজিৎ মুখােপাধ্যায় বলেন মােট সাতজন পর্যবেক্ষককে করােনার টিকা দেওয়া হয়েছে। এরমধ্যে চারজন টিকা নিয়েছেন পুরুলিয়ায়। অন্য তিন পর্যবেক্ষক টিকা নিয়েছেন রঘুনাথপুরে।

Advertisement

Advertisement

Advertisement