পুরুলিয়ায় কোভিডের টিকা নিলেন পর্যবেক্ষকরা

২৭ মার্চ পুরুলিয়ার ৯ টি আসনের সবগুলিতেই হতে চলেছে ভােট গ্রহণ গতকালই সম্পূর্ণ হয়েছে মনােনয়ন। ইতিমধ্যেই জেলায় এসে পৌঁছেছেন নির্বাচন কমিশনের পর্যবেক্ষকরা।

Written by SNS Purulia | March 11, 2021 6:56 pm

প্রতীকী ছবি (Photo by Punit PARANJPE / AFP)

আগামী ২৭ মার্চ পুরুলিয়ার ৯ টি আসনের সবগুলিতেই হতে চলেছে ভােট গ্রহণ গতকালই সম্পূর্ণ হয়েছে মনােনয়ন। ইতিমধ্যেই জেলায় এসে পৌঁছেছেন নির্বাচন কমিশনের পর্যবেক্ষকরা। বুধবার তারা কোভিডের টিকা নিলেন।

পুরুলিয়া এবং রঘুনাথপুরে তাদের টিকা প্রদান করা হয়। এ প্রসঙ্গে অবশ্য পর্যবেক্ষকরা কিছু বলতে না চাইলেও জেলাশাসক অভিজিৎ মুখােপাধ্যায় বলেন মােট সাতজন পর্যবেক্ষককে করােনার টিকা দেওয়া হয়েছে। এরমধ্যে চারজন টিকা নিয়েছেন পুরুলিয়ায়। অন্য তিন পর্যবেক্ষক টিকা নিয়েছেন রঘুনাথপুরে।