রাজ্যে পর্যবেক্ষক পাঠাতে পারে কেন্দ্র

করােনা পরিস্থিতি মােকাবিলায় নড়েচড়ে বসল কেন্দ্র সরকার।করােনা মােকাবিলায় এই রাজ্য গুলি কী কী পদক্ষেপ নিয়েছে তা খতিয়ে দেখবে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল।

Written by SNS Kolkata | November 21, 2020 8:30 am

প্রতিকি ছবি (Photo: iStock)

করােনা আক্রান্তের সংখ্যা বাড়ছে দিন দিন। খুব শীঘ্রই আক্রান্তের নিরিখে আমেরিকাকে ছাপিয়ে ফেলবে ভারত, এমনটাই আশঙ্কা বিশেষজ্ঞ মহলের।

এবার করােনা পরিস্থিতি মােকাবিলায় নড়েচড়ে বসল কেন্দ্র সরকার। সূত্রের খবর, বিভিন্ন রাজ্য গুলি করােনা মােকাবিলায় কী কী পদক্ষেপ নিচ্ছে তা খতিয়ে দেখতে পর্যবেক্ষক দল পাঠানাের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

ইতিমধ্যেই হরিয়ানা, রাজস্থান, গুজরাত, মনিপুরে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল পাঠানাে হয়েছে। শুক্রবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, কেরল, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, দিল্লিতে ২৪ ঘন্টায় সবথেকে বেশি মানুষ করােনা আক্রান্ত হয়েছে।

আর এই পরিসংখ্যান সামনে আসার পরেই নতুন করে নড়েচড়ে বসেছে কেন্দ্র। করােনা মােকাবিলায় এই রাজ্য গুলি কী কী পদক্ষেপ নিয়েছে তা খতিয়ে দেখবে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল।