• facebook
  • twitter
Thursday, 18 December, 2025

ইংল্যান্ডের নতুন ব্যাটিং কোচ নিযুক্ত হলেন ট্রেসকোথিক

প্রাক্তন নিউজিল্যান্ডের অফস্পিনার জিতান প্যাটেলকে ইংল্যান্ডের স্পিন বােলিং কোচ এবং জন লুইসকে দলের পেস বােলিং কোচ হিসাবে নিযুক্ত করা হয়েছে।

ইংল্যান্ড দল (Photo: Twitter@ICC)

প্রাক্তন ইংলান্ডের ওপেনার মারকাস ট্রেসকোথিককে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসাবে নিযুক্ত করা হল, সােমবার ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বাের্ডের পক্ষ থেকে এমন খবরই জানানাে হয়েছে।

পাশাপাশি প্রাক্তন নিউজিল্যান্ডের অফস্পিনার জিতান প্যাটেলকে ইংল্যান্ডের স্পিন বােলিং কোচ এবং জন লুইসকে দলের পেস বােলিং কোচ হিসাবে নিযুক্ত করা হয়েছে।

Advertisement

ইসিবি’র ডিরেক্টর বলেন, ‘মারকাস, জন এবং জিতান আন্তর্জাতিক আসরের তারকা। তাদের হাতে আমাদের দলের দায়িত্ব তুলে দিতে পারায় আমরা বিশ্বাসী যে ভবিষ্যতে আমাদের দলের অনেক উন্নতি ঘটবে। আর এই আশা নিয়েই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’

Advertisement

Advertisement