নতুন সংসদ ভবনের মাথায় ৯৫০০ কেজির অশোক স্তম্ভ, আবরণ উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

দিল্লিতে বর্তমান সংসদ ভবনের অদূরে তৈরি হচ্ছে নতুন সংসদ ভবন।সেই সংসদ ভবনের মাথায় বসছে অশোক স্তম্ভ তথা জাতীয় প্রতীক।উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Written by SNS Delhi | July 11, 2022 8:01 pm

দিল্লিতে বর্তমান সংসদ ভবনের অদূরে তৈরি হচ্ছে নতুন সংসদ ভবন । সেই সংসদ ভবনের মাথায় বসছে অশোক স্তম্ভ তথা জাতীয় প্রতীক। সোমবার তারই আবরণ উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  

৯৫০০ কেজি ব্রোঞ্জ দিয়ে তৈরী এই অশোক স্তম্ভটির উচ্চতা সাড়ে ৬ মিটার । সংসদ ভবনের সেন্ট্রাল ফয়ারের উপর বসবে এই জাতীয় প্রতীক।

এত ভারী একটি জাতীয় প্রতীক সংসদ ভবনের মাথায় বসানো কম কথা নয়। এর জন্য সাপোর্টিং স্ট্রাকচার তথা সহায়ক পরিকাঠামো প্রয়োজন।

জানা গিয়েছে, যে ইস্পাতের কাঠামোর উপর অশোক স্তম্ভটি বসানো হচ্ছে তার ওজনও প্রায় ৬৫০০ কেজি।

প্রধানমন্ত্রীর সচিবালয় সূত্রে বলা হচ্ছে, এদিন নতুন সংসদ ভবন চত্বরে পৌঁছে ইঞ্জিনিয়ার ও নির্মাণ কর্মীদের সঙ্গে দীর্ঘ কথা বলেছেন নরেন্দ্র মোদি । অশোক স্তম্ভটি নির্মাণের জন্য আটটি স্তরে প্রস্তুতি চলেছিল।