• facebook
  • twitter
Wednesday, 17 December, 2025

রেকর্ড গড়লেন পৃথ্বী

ব্যাট হাতে একের পর এক ভালাে ইনিংস খেলে চলেছেন ক্রমাগত। আর মঙ্গলবার সৌরাষ্ট্রের বিরুদ্ধে পৃথ্বী'র ব্যাট আরাে একবার কথা বলল।

পৃথ্বী শ (File Photo: IANS)

বিজয় হাজারে ট্রফিতে দুরন্ত ফর্মে রয়েছেন পৃথ্বী শ। ব্যাট হাতে একের পর এক ভালাে ইনিংস খেলে চলেছেন ক্রমাগত। আর মঙ্গলবার সৌরাষ্ট্রের বিরুদ্ধে পৃথ্বী’র ব্যাট আরাে একবার কথা বলল।

১২৩ বলে পৃথ্বি ১৮৫ রানের একটি চোখ ধাঁদানাে ইনিংস খেলেন। এবং ভেঙে দিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধােনি এবং বিরাট কোহলির রেকর্ড।

Advertisement

Advertisement

Advertisement