• facebook
  • twitter
Friday, 5 December, 2025

লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকসভা শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে

সুর সম্রাজ্ঞীর মৃত্যুর খবরে শোকস্তব্ধ হয়ে পড়েছে শিলিগুড়ি।সিনে সোশাইটির তরফে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে শ্রদ্ধা নিবেদন করা হয় রবিবার।

লতা মঙ্গেশকর (Photo: Twitter/@PassionForNews)

সুরের জগতে হয়ে গেছে বজ্রপাত, চলে গিয়েছেন সরস্বতীর বরকন্যা। সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর দীর্ঘ একমাস মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে লড়াই চালিয়ে যাচ্ছিলেন। তবে শেষ পর্যন্ত হেরে গেলেন মৃত্যুর কাছে।

তাঁর মৃত্যুতে ইতিমধ্যেই শোকের ছায়া নেমে এসেছে গোটা ভারতবর্ষে। কার্যত বলিউডের সংগীত জগত শোকস্তব্ধ হয়ে পড়েছে। তার মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের সমস্ত সঙ্গীত শিল্পী ও সঙ্গীত প্রেমীরা।

Advertisement

সুর সম্রাজ্ঞীর মৃত্যুর খবরে শোকস্তব্ধ হয়ে পড়েছে শিলিগুড়ির সঙ্গিত প্রেমীরাও। সিনে সোশাইটির তরফে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে শ্রদ্ধা নিবেদন করা হয় রবিবার।

Advertisement

১৯৮৫ এবং ১৯৮৯ সালে দু-দুবার শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে বিচিত্রানুষ্ঠানে এসে গান শুনিয়ে গিয়েছেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর।

Advertisement