রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে কলকাতার পাশাপাশি শিলিগুড়িতেও মঙ্গলবার এসইউসিআই এর বিক্ষোভ মিছিল হয়। এদিন শিলিগুড়ির বাঘা যতীন পার্ক সংলগ্ন এলাকায় এক বিক্ষোভ সভার আয়োজন করা হয়।
সভায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে একাধিক এসইউসিআই কর্মী ও সমর্থক যোগদান করেন। পাশাপাশি এদিনের বিক্ষোভ সভায় রাজ্য ও জেলা নেতৃত্বের উপস্থিতি ছিল।
Advertisement
এদিনের বিক্ষোভ সভায় অংশ নেন এসইউসিআই রাজ্য নেতা তথা প্রাক্তন সাংসদ তরুণ মন্ডল। বাঘাযতীন পার্ক চত্বরে অবস্থান বিক্ষোভ সভার পর এক বিক্ষোভ মিছিলেরও আয়োজন করা হয়। মিছিলটি শিলিগুড়ি জংশনে গিয়ে শেষ করে।
Advertisement
Advertisement



