ভয় কৃষক আন্দোলন নিয়ে, তাই মােহালিতে এবারে কোনও আইপিএলের ম্যাচ দিতে চাইছেন না বিসিসিআই ও আইপিএল কর্তৃপক্ষ। এবারের আইপিএলের ম্যাচগুলি কোথায় কোথায় হবে তা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে।
এদিকে করােনা বাড়ার কারণে মুম্বইতে খেলা দেওয়া হচ্ছে। গত তিন মাস ধরে দিল্লি সীমান্তে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। বাের্ডের আশঙ্কা, পাঞ্জাবে ম্যাচ আয়ােজিত হলে সেখানে কোনও ঝামেলা পাকিয়ে গােটা বিশ্বের নজর কাড়তে পারেন কৃষকরা। বাকি কেন্দ্র গুলিতেও কড়া পর্যবেক্ষণ চালাচ্ছে বাের্ড।
Advertisement
এদিকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী আইপিএলের ম্যাচ আয়ােজন করার ব্যাপারে আসরে নামলেন। মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিং টুইট করে বলেন, মােহালিতে আইপিএলের ম্যাচ না করার সিদ্ধান্তে আমি অবাক হলাম। বিসিসিআই এবং আইপিএল কর্তৃপক্ষের কাছে সিদ্ধান্তটা একবার ভেবে দেখা দরকার।
Advertisement
Advertisement



