ভারতের হয়ে অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলতে নেমেই নজর কেড়েছিলেন বর্তমানে আইএসএলে এফসি গোয়ার অন্যতম ভরসা বরিস সিং। তখন থেকেই স্বপ্ন দেখতেন সিনিয়র জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর। অবশেষে, সেই স্বপ্ন পূরণ হয়েছে তার। আর এবার তার লক্ষ্য আসন্ন এএফসি এশিয়ান কাপে দলকে সাহায্য করা। সদ্য শেষ হওয়া ফুটবল মরশুমে এফসি গোয়ার সুপার ক্যাপ জেতার নেপথ্যেও তার বড় অবদান ছিল। তবে, বর্তমানে সেসব ভুলে তার একমাত্র লক্ষ্য এশিয়ান কাপে ভালো ফল করা।
বর্তমানে, এশিয়ান কাপের যোগ্যতাঅর্জন পর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচ খেলতে থাইল্যান্ডে রয়েছে ভারতীয় দল। সেখান থেকে তিনি জানালেন, ‘জাতীয় দলের জার্সি আবার গায়ে চাপাতে পেরে আমি আপ্লুত এবং গর্বিত।’ পাশাপাশি, তার উপর ভরসা রাখার জন্য জাতীয় দলের কোচ মানালো মার্কুয়েজকেও ধন্যবাদ জানাতেও ভুললেন না তিনি। জাতীয় দলের হয়ে মাঠে নামার সুযোগ এলে যে নিজের একশো শতাংশ দেবেন তাও স্পষ্টভাবে জানালেন তিনি। বললেন, ‘দেশের হয়ে খেলতে নামলে সব সময় নিজের সেরাটাই দেব।’ শুধু তাই নয়, ১২০ কোটি ভারতবাসীর মতোই তিনিও সিনিয়র বিশ্বকাপে ভারতের হয়ে খেলার স্বপ্ন দেখেন সেকথা জানিয়ে তার বক্তব্য, ‘আশা করি এক দিন আমাদের সিনিয়র দলও বিশ্বকাপ খেলবে।’
Advertisement
এদিকে ২৩ বছর বয়সী ভারতীয় দলের স্ট্রাইকার লালরিনজুয়ালা লালিবিয়াকনিয়াকে দীর্ঘমেয়াদি চুক্তিতে সই করিয়ে নিল নর্থইস্ট ইউনাইটেড ক্লাব। আইলিগ ক্লাব আইজল এফসি-র ফুটবলার ছিলেন লালরিন জুয়ালা। তিনি ২০২৭ সাল পর্যন্ত এই দলে খেলবেন।
লালরিনজুয়ালা বর্তমানে ভারতীয় দলে অন্যতম উদীয়মান ফরওয়ার্ড। তাঁর সাহসী ও বুদ্ধিদীপ্ত খেলা আইলিগ ফুটবলে আইজল এফসি-র হয়ে খেলে সবার নজর কেড়ে নেন। ২০২০-২৪ সালে আইলিগ ফুটবলে লালরিনজুয়ালা ১৫টি গোল করেছেন। একটি মরশুমে সর্বাধিক গোল করার নজির গড়েন। এর আগে সুনীল ছেত্রী (২০১৩-১৪) ও মহম্মদ রফিক (২০০৯-১০) নজির গড়েছিলেন। লালরিনজুয়েলের পারফরমেন্স দেখে ভারতীয় দলের কোচ ইগর স্টিম্যাক শিবিরে ডাকদেন। ২০২৪-২৫ সালে তাঁর ধারাবাহিক সাফল্য চোখে পড়ে। আইজলের হয়ে ১২টি গোল করে দলকে এগিয়ে দেন।
Advertisement
নর্থইস্ট ইউনাইটেডে যোগ দেওয়ার পরে লালরিনজুয়ালা বলেন, আমার কাছে গর্বের ব্যাপার। আইএসএল খেলার স্বপ্ন সার্থক হতে চলেছে। আমার কাছে নতুন এক চ্যালেঞ্জ আমি চেষ্টা করবো সেরা খেলাটা উপহার দিতে। সামনের পথটা খুব কঠিন। তবুও চেষ্টায় কোনও ত্রুটি থাকবে না।
Advertisement



