• facebook
  • twitter
Wednesday, 21 January, 2026

এশিয়ান কাপের লক্ষ্যে প্রস্তুতি ম্যাচে ভারত

দীর্ঘ ২৩ বছর পর থাইল্যান্ডকে হারিয়ে এশিয়ান কাপের মূলপর্বের যোগ্যতা অর্জন করেছে ভারতীয় মহিলা ফুটবল দল

দীর্ঘ ২৩ বছর পর থাইল্যান্ডকে হারিয়ে এশিয়ান কাপের মূলপর্বের যোগ্যতা অর্জন করেছে ভারতীয় মহিলা ফুটবল দল। আগামী ১ মার্চ থেকে অস্ট্রেলিয়ায় মূলপর্বের খেলা শুরু হবে। সেই টুর্নামেন্টে মাঠে নামার আগে তুরস্কে এক মাসের প্রস্তুতি শিবির করবে ভারতীয় দল। পাশাপাশি ইউরোপের বিভিন্ন শক্তিশালী দলগুলির সঙ্গে প্রস্তুতি ম্যাচও খেলতে পারেন সঙ্গীতা বাসফোর, সৌম্যা গুগুলোথ’রা। বিষয়টি নিয়ে ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ণ জানিয়েছেন, কলকাতায় আইডাব্লুএলের ম্যাচ শেষে খেলোয়াড়রা দিল্লিতে জড়ো হবেন।

তারপর আগামী ১৫ জানুয়ারি তারা ইস্তানবুল রওনা দেবেন। অস্ট্রেলিয়া যাওয়ার আগে সেখানেই এক মাসের প্রস্তুতি সারবেন ভারতীয় মহিলা দল। একইসঙ্গে, ফেডারেশনের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে যাতে এই শিবির চলাকালীন সুইটি দেবী’দের জন্য কয়েকটি প্রতিযোগিতামূলক ম্যাচ আয়োজন করা যায়। জানা গিয়েছে, আগামী ১৮ থেকে ২৩ জানুয়ারি ইউরোপের তিনটি ক্লাবের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। এরপর সপ্তাহখানেকের বিরতি কাটিয়ে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে তিনটি দেশের জাতীয় দলের সঙ্গেও ম্যাচ খেলার কথা রয়েছে ক্রিস্পিন ছেত্রীর দলের। তবে, এক্ষেত্রে দল এখনও চূড়ান্ত হয়নি। সেই তালিকায় হয়তো উজবেকিস্তানের জাতীয় দল থাকতে পারে।

Advertisement

এই প্রসঙ্গে বলা যায়, এশিয়া কাপের প্রস্তুতিতে যাতে কোনওরকম খামতি না থাকে, সে বিষয়ে শুরু থেকেই সতর্ক ফেডারেশন। সেজন্যই, উন্নতমানের প্রস্তুতি শিবিরের লক্ষ্যে তুরস্কে পাঠানো হচ্ছে ভারতীয় দলকে। এদিকে, ক্রিস্পিন ছেত্রীর বদলে কোনও বিদেশি কোচকে ভারতীয় মহিলা দলের দায়িত্ব দিতে চাইছে ফেডারেশন। মূলত, বিশ্বকাপে কোচিং করানোর কাউকেই সঙ্গীতাদের দায়িত্ব দিতে চাইছে তারা। জেনারেল সেক্রেটারি সত্যনারায়ণ এই দাবির সত্যতা স্বীকার বলেন, এটা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। তবে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই জানান তিনি।

Advertisement

Advertisement