• facebook
  • twitter
Friday, 5 December, 2025

অশ্বিনের ৫৯৯ টি উইকেট

টেস্ট ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম চারশাে উইকেট সংগ্রহ করার তালিকায় নাম লেখাতে ভারতীয় অফস্পিনার অশ্বিনের প্রয়ােজন মাত্র ছয়টি উইকেটের।

রবীচন্দ্রন অশ্বিন (Photo: Surjeet Yadav/IANS)

টেস্ট ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম চারশাে উইকেট সংগ্রহ করার তালিকায় নাম লেখাতে ভারতীয় অফস্পিনার অশ্বিনের প্রয়ােজন মাত্র ছয়টি উইকেটের। আর তার মধ্যে তিনটি বুধবার থেকে শুরু হওয়া ইংল্যান্ডের রুিদ্ধে দিনরাতের টেস্টে সংগ্রহ করে নিলেন।

আর এই রেকর্ড গড়তে এই চলতি টেস্টে দ্বিতীয় ইনিংসে অশ্বিনের প্রয়ােজন মাত্র তিনটি উইকেটের। তবে এই নজির গড়ার আগে বুধবার তিনটি উইকেট সংগ্রহ করে অশ্বিন আরাে একটি নজির গড়ে ফেললেন। আন্তর্জাতিক ক্রিকেটে দেশের জার্সি গায়ে সবধরনের ক্রিকেট খেলে ৫৯৯ টি উইকেট সংগ্রহ করে ফেললেন। পিছনে ফেললেন জাহির খানকে।

Advertisement

এখন অশ্বিনের সামনে কুম্বলে ( ৯৫৩ ) ও হরভজন সিং ( ৭০৭ ) এবং কপিলদেব ( ৬৮৭ )। অশ্বিন এখন চতুর্থ ভারতীয় বােলার সর্বোচচ উইকেট সংগ্রহ করার তালিকায়।

Advertisement

Advertisement