ঢাকা লিগে চরম বিতর্কে জড়িয়ে গেলেন বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলােয়াড় শাকিব আল হাসান। বাংলাদেশে শাকিবকে সব সময় বিরাট কোহলির সঙ্গে তুলনা করা হয়। কিন্তু তিনি পাড়ার ক্রিকেটের মতন ব্যবহার করলেন শাকিব।
আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে শাকিব প্রথমে উইকেটে লাথি মারেন। তারপরে আবার আরও একটি ঘটনায় ছুটে গিয়ে তিনটি স্ট্যাম্পেই উপড়ে ফেলেন। এই কান্ডের ঘটনা জানাজানি হওয়ায় পরেই বিশ্বক্রিকেটে তুমুল সমালােচনার ঝড় ওঠে।
Advertisement
এমন ঘটনা কীভাবে তিনি করতে পারলেন। অবশ্য শাকিব ক্ষমা চেয়েছেন শাকিবের এই ব্যবহার ও আচরণে বাংলাদেশ ক্রিকেট বাের্ডকে লজ্জা দিয়েছে। আবাহনী তখন ধুকছে। লক্ষ্য ১৪৬ রান।
Advertisement
আবাহনী বিপক্ষে ম্যাচ জেতার জন্যে মহমেডানের অধিনায়ক শাকিব হাতে বল তুলে নেন। শাকিবের শেষ বলটি আঘাত হানে আবাহনীর অধিনায়ক মুশফিকুর রহিমের প্যাডে। এলবিডব্লিউয়ের আবেদন করেন। কিন্তু আম্পায়ার তাতে কর্ণপাত করেননি। তখনই এমন ঘটনা ঘটে।
Advertisement



