অসুস্থ হয়ে পড়লেন বাংলাদেশের ক্রিকেটাররা। এমন পরিস্থিতির মধ্যে তাদের আগে কখনো পড়তে হয়েছে বলে সেটা বলা যাবে না।
আটলান্টিক মহাসাগরের বুকে তাঁরা অসহায়বোধ করছিলেন। কেউ তার মধ্যে বমিও করে ফেলেছিলেন। কারোর শরীর খারাপও করে।
Advertisement
এমন পরিস্থিতির মধ্যে কিছু খেলোয়াড়ের চোখে জলও চলে এসেছিল। সেন্ট লুসিয়া থেকে মার্টিনেক হয়ে ডোমিনিকা।
Advertisement
সব মিলিয়ে দীর্ঘ পাঁচ ঘন্টার ভ্রমণ সমুদ্রপথে। সমুদ্র পার হতে হবে ফেরি সার্ভিসে। শুরুতে বাংলাদেশের ক্রিকেটাররা নতুন অভিজ্ঞতায় বেশ মজা করছিলেন।
কিন্তু তারপর সময় বয়ে যেতেই সমুদ্রের ঢেউয়ের দুলুনিতে বাড়তে থাকে অস্বস্তি। কয়েকজন ভীষণ অসুস্থ হয়ে পড়ায় মার্টিনেক নামক দ্বীপে কিছুক্ষণ সময় কাটান বাংলাদেশের ক্রিকেটাররা।
এবং সেখান থেকে তারা বিমানে যাওয়ার অনুরোধ করলেও টিকিট না পাওয়া যাওয়ায় বাকি পথটা তাদের ফেরিতেই যেতে হয়েছিল। সাগর কিছুটা শান্ত হয়ে যাওয়ার পর তারা কিছুটা পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছিলেন।
কিন্তু তারা এই ভয়ঙ্কর যাত্রার কথা কখনো ভুলতে পারবেন না সেটা নিশ্চিতভাবে বলে দেওয়া।
Advertisement



