• facebook
  • twitter
Friday, 30 January, 2026

আড়াই লক্ষের বেশি জমালেই দু’টি পিএফ অ্যাকাউন্ট

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ ২০২১ এ কেন্দ্রীয় বাজেটে ঘােষণা করেছে পিএফ-এ জমা টাকার অঙ্ক আড়াইল লক্ষের বেশি হলে তা করযােগ্য হতে পারে।

ফাইল ছবি

প্রভিডেন্ট ফান্ডকে হাতিয়ারকরছেন অনেকেই আয়কর এড়াতে। এবার কেন্দ্র এই পিএফ ব্যবহারের প্রবণতায় রাশ টানতে উদ্যোগী হয়েছে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন প্রত্যক্ষ কর বাের্ড (সিবিডিটি) সাম্প্রতিক নির্দেশিকায় জানিয়েছেন, পিএফ-এ বার্ষিক আড়াই লক্ষ টাকার বেশি জমা হলে এর জন্য প্রয়ােজন হবে দু’টি অ্যাকাউন্ট।

সেই সঙ্গে ২০২১ থেকে ২২ আর্থিক বছরে দু’টি আকাউন্টের সুদ পৃথকভাবে হিসেব করা হবে। এরপর কর্মচারীদের দু’টি পিএফ অ্যাকাউন্টে জমা অঙ্কের সুদ করযােগ্য এবং কর বহিভূর্ত তালিকায় ফেলে আলাদা করে হিসেব করা হবে। ২০২১-এর ৩১ মার্চের পর এই প্রক্রিয়া চালু হবে।

Advertisement

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ ২০২১ এ কেন্দ্রীয় বাজেটে ঘােষণা করেছে পিএফ-এ জমা টাকার অঙ্ক আড়াইল লক্ষের বেশি হলে তা করযােগ্য হতে পারে। সম্প্রতি সিবিডিটি যে নির্দেশিকা দিয়েছে, সেই নির্দেশিকার ফলে যারা বেশি মাইনে পান, তাদের ক্ষেত্রে ঘড়ের সুবিধা অনেকটাই কমে যাবে।

Advertisement

Advertisement