হংকংয়ে বাজেয়াপ্ত পলাতক নীরব মোদির ২৫০ কোটির বেশি সম্পত্তি

সম্পত্তির পরিনাম ২৫৩ কোটি ৬২ লাখ। পলাতক শিল্পপতি নীরব মোদির হংকঙের এই বিশাল পরিনাম সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

Written by SNS Beijing | July 23, 2022 10:43 pm

Nirav Modi

সম্পত্তির পরিনাম ২৫৩ কোটি ৬২ লাখ। পলাতক শিল্পপতি নীরব মোদির হংকঙের এই বিশাল পরিনাম সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

ইডি সূত্রে খবর, হংকংয়ে নীরব মোদী গ্রুপ অফ কোম্পানির যাবতীয় গয়না, ব্যাঙ্ক ব্যালেন্স বাজেয়াপ্ত করা হয়েছে।

ইডি সূত্রে খবর, এখনও পর্যন্ত পলাতক হীরে ব্যবসায়ীর বাজেয়াপ্ত সম্পত্তির মূল্য দাঁড়াল ২ হাজার ৬৫০ কোটির বেশি।

এদিন হংকংয়ে নীরব মোদীর কোম্পানিতে অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী দলের আধিকারিকরা।

উল্লেখ্য, ২০১৮ সালে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ৬ হাজার কোটি টাকারও বেশি জালিয়াতি করে দেশ ছাড়ার অভিযোগ ওঠে নীরব মোদির বিরুদ্ধে।

পলাতক আর্থিক অপরাধীর তালিকায় নাম রয়েছে তাঁর। এমনকি ইন্টারপোলের খাতাতেও তাঁর নাম রয়েছে।

বর্তমানে নীরব মোদি ব্রিটেনের জেলে রয়েছেন। এর আগে ইডি নীরব মোদির ভারত ও বিদেশের সম্পত্তি মিলিয়ে ২৩৯৬ কোটি টাকার বেশি বাজেয়াপ্ত করা হয়েছে।