রাজস্থানের জয়পুরে বেপরোয়া গাড়ির বলি এক পথচারী। স্বাধীনতা দিবসের সকালেই চিত্রকূট স্টেডিয়ামের রাস্তায় সাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক নারসারাম জজরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৫ আগস্ট সকালে নারসারাম জজরা সাইকেল নিয়ে স্টেডিয়ামের দিকে যাচ্ছিলেন। সেই সময় পিছন দিক থেকে একটি বেপরোয়া গাড়ি এসে তাঁকে ধাক্কা মারে। ধাক্কার পর তিনি সাইকেল সহ গাড়ির সামনে আটকে যান এবং প্রায় ১০ ফুট পর্যন্ত হিঁচড়ে নিয়ে যাওয়া হয় তাঁকে। এরপরই চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
Advertisement
দুর্ঘটনাটি ঘটে খুব ভোরে, যখন রাস্তাঘাট প্রায় ফাঁকা ছিল। একজন পথচারী রাস্তায় পড়ে থাকা সেনা আধিকারিককে দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
Advertisement
পুলিশ জানিয়েছে, ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে গাড়িটিকে চিহ্নিত করা গিয়েছে। গাড়িটি চালাচ্ছিলেন এক মহিলা, যাঁর পাশে বসে ছিল তাঁর সন্তান। অভিযুক্ত মহিলাকে চিহ্নিত করা হয়েছে এবং দ্রুত তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ-প্রশাসন।
জয়পুরে পরপর দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। মাত্র দু’সপ্তাহ আগেই শহরে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছিল এক কিশোরের। ক্রমবর্ধমান এই দুর্ঘটনার ঘটনায় ক্ষোভে ফুঁসছে শহরবাসী। তাঁদের দাবি, বেপরোয়া গাড়ি চালকদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করুক পুলিশ-প্রশাসন।
Advertisement



