• facebook
  • twitter
Friday, 9 January, 2026

লরিতে ধাক্কা মুরগি বোঝাই গাড়ির, মৃত ২

হাওড়ার বরুণদা এলাকার মুম্বই রোডের কলকাতামুখী লেনে দাঁড়িয়ে থাকা একটি লরিতে ধাক্কা মারে একটি মুরগি বোঝাই গাড়ি

প্রতীকী চিত্র

হাওড়ার বরুণদা এলাকার মুম্বই রোডের কলকাতামুখী লেনে দাঁড়িয়ে থাকা একটি লরিতে ধাক্কা মারে একটি মুরগি বোঝাই গাড়ি। মঙ্গলবার সকাল ৬ টা ১৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ২ জনের। খবর পেয়েই পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে।
জানা গিয়েছে, মঙ্গলবার সকালে হাওড়ার বরুণদা এলাকার মুম্বই রোডে কলকাতামুখী লেনের ধারে একটি লরি দাঁড়িয়েছিল। গাড়িতে চালক ছিলেন না। তখনই দেউলটির দিক থেকে একটি মুরগি বোঝাই গাড়ি এসে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মারে। দুমড়ে-মুচড়ে যায় মুরগি বোঝাই গাড়ির সামনের অংশ। গাড়িতেই আটকে পড়েন চালক ও তাঁর সঙ্গী। আর একজন খালাসী ধাক্কার অভিঘাতে গাড়ি থেকে ছিটকে বাইরে রাস্তায় গিয়ে পড়েন। খবর পেয়ে ছুটে আসে বাগনান থানার পুলিশ।
পুলিশ এসে দেখে, মুরগি বোঝাই গাড়ির কেবিনের মধ্যে চালক সহ দু’জন আটকে পড়েছেন। পুলিশ তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে। কিন্তু ততক্ষণে দুজনেরই মৃত্যু হয়েছে। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । আহত খালাসিকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। জানা গিয়েছে, মুরগি বোঝাই গাড়িটিতে করে নবাসন এলাকায় থাকা একটি পোল্ট্রি ফার্মের মালিক মুরগি নিয়ে প্রথমে দেউলটি যান। সেখানে দোকানে মুরগি দিয়ে জয়পুর যাচ্ছিলেন তাঁরা। পুলিশ জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছ কুয়াশার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘাতক গাড়ির কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement

Advertisement