হাওড়ার জয়পুর থানার ঝিখিরা এলাকায় বাসের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু ঘিরে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। ক্ষোভের জেরে স্থানীয় বাসিন্দারা ঘাতক বাসটিতে ভাঙচুর চালিয়েছেন। প্রাণভয়ে বাসযাত্রীরা ঘটনাস্থল থেকে ছুটে পালান। পরে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতের নাম কার্তিক দলুই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বছর ৬০-এর কার্তিক দলুই কাঁকরোল গ্রামের বাসিন্দা। রবিবার সকালে বাজার করার পর ঝিখিরা বাজার থেকে বাড়ি ফেরার পথে হাওড়াগামী একটি বাসের ধাক্কায় তিনি রাস্তার ওপর পড়ে যান। বাসটি পিছন থেকে ধাক্কা দেয় এবং চাকায় পিষ্ট হয়ে তিনি মৃত্যুবরণ করেন। খবর অনুযায়ী, মৃতদেহ চাকার সঙ্গে আটকা পড়ে যায়।
Advertisement
প্রাথমিকভাবে ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়। বেলা ১১টার দিকে ক্ষোভে উষ্ণ হয়ে স্থানীয়রা বাসটিতে লাঠি ও বাঁশ দিয়ে ভাঙচুর চালায়। দুর্ঘটনার পর আরও কয়েকটি বাস রাস্তার ওপর দাঁড়িয়ে থাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে সেগুলিতেও। বাসযাত্রীরা ভয়ে ছুটে পালায়। গোটা এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়।
Advertisement
জয়পুর থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। বাসটিকে আটক করা হলেও চালক পলাতক। পুলিশ তার খোঁজে বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছে। ঘটনার পর থেকে ওই এলাকায় বাস চলাচল বন্ধ রয়েছে। বাসমালিক ও চালকরা নিরাপত্তার দাবি জানিয়েছেন। পুলিশের কাছে পুরো ঘটনার যথাযথ তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
Advertisement



