• facebook
  • twitter
Tuesday, 13 May, 2025

ভারতে পৌঁছেছেন জেডি ভান্স, দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে বৈঠক মোদীর সঙ্গে

‘প্রোটোকল’ অনুযায়ী ভান্সের সমান পদমর্যাদার অধিকারী ধনখড়েরই মার্কিন ভাইস প্রেসিডেন্টকে স্বাগত জানাতে যাওয়ার কথা।

ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে চার দিনের সফরে ভারতে এসে পৌঁছেছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম ভারত সফরে এলেন তিনি। তাঁর সঙ্গে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী ঊষা চিলুকুরি ও তাঁর তিন সন্তান ইওয়ান, বিবেক, এবং মিরাবেল। তিন জনেরই পরনে ছিল ভারতীয় পোশাক। সোমবার পালাম সেনাঘাঁটির বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং অন্যান্য কেন্দ্রীয় আধিকারিকরা। তাঁকে সেখানে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়। এদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার কথা মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের।

মার্কিন ভাইস প্রেসিডেন্টের সফর সম্পর্কে এক্স হ্যান্ডলে পোস্ট করেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ভান্স ও তাঁর পরিবারকে স্বাগত জানিয়ে তিনি লেখেন, ভারত ও আমেরিকার আন্তর্জাতিক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যে দিল্লি, আগ্রা ও জয়পুর সফর করবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।    
 
সোমবার সন্ধ্যে সাড়ে ছটা থেকে প্রধানমন্ত্রী মোদীর বাসভবনে বৈঠক হওয়ার কথা। সূত্রের খবর, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশসচিব বিক্রম মিস্রী এবং আমেরিকায় ভারতীয় রাষ্ট্রদূত বিনয় মোহন কাতরার উপস্থিতিতে এই বৈঠক হওয়ার কথা। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে নৈশভোজ করবেন ভান্স ও তাঁর পরিবার। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

 
মোদীর আমেরিকা সফরের সময়ই দুই দেশের মধ্যে উল্লেখযোগ্য বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা হয়েছিল। প্রস্তাবিত সেই দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি চূড়ান্ত করতে কিছুদিন ধরেই দুই দেশের প্রশাসনিক স্তরে একাধিকবার আলোচনা হয়েছে। দুই দেশই চুক্তি নিয়ে আশাবাদী। সূত্রের খবর, মোদী–ভান্সের বৈঠকে উঠবে বাণিজ্যচুক্তি প্রসঙ্গ। একই সঙ্গে শুল্কনীতি নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।
 
তাৎপর্যপূর্ণভাবে এদিন ভান্সকে স্বাগত জানাতে যাননি উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। অথচ ‘প্রোটোকল’ অনুযায়ী ভান্সের সমান পদমর্যাদার অধিকারী ধনখড়েরই মার্কিন ভাইস প্রেসিডেন্টকে স্বাগত জানাতে যাওয়ার কথা। শুধু তা-ই নয়, ভান্সের সম্মানে নৈশভোজের আয়োজনও করার কথা উপরাষ্ট্রপতির। কিন্তু এ ক্ষেত্রে ভান্সকে নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন মোদী। বিদেশমন্ত্রক সূত্রে খবর, এইরকম কোনও ‘প্রোটোকল’ নেই। উদাহরণ হিসেবে জানানো হয়, কমলা হ্যারিস আমেরিকার ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন যখন ভারত সফরে এসেছিলেন, তখনও তাঁকে বিমানবন্দরে স্বাগত জানাতে যাননি উপরাষ্ট্রপতি ধনখড়। ফলে ভান্সকে স্বাগত জানাতে বিমানবন্দরে ধনখড়ের না-যাওয়ার মধ্যে অন্য অর্থ খোঁজা ভিত্তিহীন।