সামশেরগঞ্জ থেকে ১৭টি তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সামশেরগঞ্জ থানার পুলিশ সোমবার মধ্যরাতে জোতকাশী আমবাগান থেকে দুই বালতি তাজা বোমা উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, বালতি দুটিতে মোট ১৭টি বোমা ছিল। মঙ্গলবার বম্ব স্কোয়াডে বোমাগুলিকে নিষ্ক্রিয় করে। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার অমিতকুমার সাউ বলেন, ‘সামশেরগঞ্জের উপর আমাদের কড়া নজর রয়েছে। এলাকায় এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে। সেই কারণেই দুষ্কৃতীরা বাড়িতে মজুত রাখা বোমা সরানোর কাজ শুরু করেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আমবাগানে পড়ে থাকা ওই বোমা থেকে যে কোনও বড় দুর্ঘটনা ঘটতে পারত। কে বা কারা সেগুলি ওই আমবাগানে রেখে চলে গেল, তা খতিয়ে দেখছে সামশেরগঞ্জ থানার পুলিশ। সোমবারই মালঞ্চ আমবাগানে বোমা বিস্ফোরণে দুই শিশুকন্যা গুরুতরভাবে জখম হয়েছে। তাদের মধ্যে একজনের হাত উড়ে গিয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, সামশেরগঞ্জ যখন উত্তপ্ত ছিল, তখনই বোমাগুলি মজুত করা হয়েছিল। স্বাভাবিক ছন্দে ফেরার মাঝেই পুলিশি ধরপাকড় শুরু হয়েছে। আর তাতেই আতঙ্কে দুষ্কৃতীরা মজুত বোমা সরিয়ে ফেলতে শুরু করেছে।