ভারত-পাক সংঘাতের আবহে বড় সিদ্ধান্ত নিল দুই বিমানসংস্থা। জম্মু, শ্রীনগর-সহ মোট ৭ জায়গায় মঙ্গলবার বিমান পরিষেবা বন্ধ রাখার কথা ঘোষণা করেছে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো। এয়ার ইন্ডিয়ার তরফে জম্মু, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় এবং রাজকোট বিমানবন্দরের সঙ্গে সম্পর্কিত সমস্ত উড়ান বাতিল করা হয়েছে। ইন্ডিগোর তরফে জম্মু, অমৃতসর, চণ্ডীগড়, লেহ, শ্রীনগর এবং রাজকোটে সমস্ত বিমান ওঠানামা বন্ধ রাখা হয়েছে।
যাত্রীদের উদ্দেশে বলা হয়েছে, বিমানবন্দরে পৌঁছোনোর আগে ইন্ডিগোর ওয়েবসাইট বা অ্যাপে ‘ফ্লাইট স্টেটাস’ দেখে নেওয়ার কথা। একই পরামর্শ দিয়েছে এয়ার ইন্ডিয়াও। সূত্রের খবর, বর্তমান পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Advertisement
পহেলগামে সন্ত্রাসবাদী হামলা ও অপারেশন সিঁদুরকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত চরম আকার নেয় গত ৭ মে। উত্তর ও পশ্চিম সীমান্তবর্তী রাজ্যগুলির ৩২টি বিমানবন্দরে ১৪ মে পর্যন্ত অসামরিক বিমান চলাচল নিষিদ্ধ করা হয়। এই ৭টি বিমানবন্দরও সেই তালিকায় ছিল। শনিবার সংঘর্ষবিরতির প্রস্তাব আসার পর সোমবার কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি দিয়ে ৩২টি বিমানবন্দর চালু করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই মধ্যরাতে প্রকাশ্যে আসে, মঙ্গলবারের জন্য দেশের ৭ গুরুত্বপূর্ণ বিমানবন্দর থেকে সমস্ত উড়ান বাতিল করেছে দুই বিমানসংস্থা।
Advertisement
Advertisement



