জওয়ানদের সঙ্গে দিওয়ালি পালন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আইএনএস বিক্রান্তে গিয়ে সেনা জওয়ানদের সঙ্গে দিওয়ালি পালন করেন তিনি। আইএনএস বিক্রান্তে দাঁড়িয়ে পাকিস্তানকে একপ্রকার হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী। ভারতের এই যুদ্ধজাহাজ অপারেশন সিঁদুরে কীভাবে পাক বাহিনীর ঘুম উড়িয়ে দিয়েছিল, এদিন তা আরও একবার মনে করিয়ে দেন তিনি। এখনও সমুদ্রের তরঙ্গের মাধ্যমে পাকিস্তানের মনে আতঙ্ক ধরায় বিক্রান্ত হুঙ্কার মোদীর।
প্রতি বছরের মতো এ বছরও সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করেন প্রধানমন্ত্রী। গতবছর কার্গিলে গিয়েছিলেন মোদী। এবছর নৌসেনাদের সঙ্গে পালন করলেন আলোর উৎসব। রবিবার রাতেই গোয়ায় আইএনএস বিক্রান্তে পৌঁছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। দিওয়ালি উপলক্ষে অপারেশন সিঁদুর নিয়ে বিশেষ গান বেঁধেছেন নৌসেনারা। তা এদিন প্রধানমন্ত্রীকে শোনান বিক্রান্তের জওয়ানরা। সেই গান শুনে সেনাদের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
Advertisement
সোমবার আইএনএস বিক্রান্তে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘অপারেশন সিঁদুরের সময়ে পাকিস্তানের মনে কাঁপুনি ধরিয়ে দিয়েছিল বিক্রান্ত। কয়েক মাস আগে পাকিস্তানে ভয় ছড়িয়ে দিয়েছিল এই যুদ্ধজাহাজ। বিক্রান্তের নামের এমনই ক্ষমতা, সেই নাম শুনলে যুদ্ধের আগেই ভয়ে কাঁপতে থাকে শত্রুরা। ভারতের স্থল, বায়ু এবং নৌসেনা মিলে বীরত্বের এমন প্রমাণ দিয়েছে যে পাকিস্তানের ঘুম উড়ে গিয়েছে।‘
Advertisement
এদিন অপারেশন সিঁদুরে আইএনএস বিক্রান্তের বীরত্বের কথা স্মরণ করিয়ে দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী মোদী। সেনাই তাঁর পরিবার। তাই সেনার সঙ্গেই দিওয়ালি উদযাপন করেন বলে জানান তিনি। এদিন আইএনএস বিক্রান্ত ঘুরে দেখেন মোদী। প্রধানমন্ত্রীর জন্য এদিন নৌসেনার বিমানবাহিনীর শক্তি প্রদর্শন করা হয়। বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
Advertisement



