• facebook
  • twitter
Friday, 5 December, 2025

নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে চালু হতে চলেছে দিল্লি-সাংহাই সরাসরি বিমান! পাঁচ বছরের বিরতি শেষ

২৬ অক্টোবর থেকে  চালু হচ্ছে কলকাতা-গুয়াংঝায়ু বিমান পরিষেবা। এরই মাঝে দিল্লি-সাংহাই বিমান পরিষেবা চালু করার কথা ঘোষণা করল চিনের সরকারি সংস্থা

প্রতিনিধিত্বমূলক চিত্র

২৬ অক্টোবর থেকে  চালু হচ্ছে কলকাতা-গুয়াংঝায়ু বিমান পরিষেবা। এরই মাঝে দিল্লি-সাংহাই বিমান পরিষেবা চালু করার কথা ঘোষণা করল চিনের সরকারি সংস্থা। ৯ নভেম্বর থেকে এই পরিষেবা শুরু করতে চলেছে চিন ইস্টার্ন এয়ারলাইনস। দীর্ঘ পাঁচ বছর পর ভারত এবং চিনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু হতে চলেছে।

সপ্তাহে তিন দিন, বুধ, শনি এবং রবিবার দিল্লি এবং সাংহাইয়ের মধ্যে বিমান চলাবে চিন ইস্টার্ন এয়ারলাইনস। সংস্থার ওয়েবসাইটে এই কথা জানানো হয়েছে। তবে এই চিনের সংস্থা এখনও কোনও মন্তব্য করেনি। এমনকী সাংহাই বিমান পরিষেবা নিয়ে ভারত এবং চিনের বিদেশ মন্ত্রক এখনও কোনও মন্তব্য করেনি।

Advertisement

চলতি মাসের প্রথমদিকে ভারতীয় বিদেশ মন্ত্রক তরফ থেকে  ভারত এবং চিনের মধ্যে সরসারি বিমান পরিষেবা চালু হওয়ার কথা জানানো হয়। ২০২০ সালে গলওয়ান সংঘর্ষের পর থেকেই বন্ধ ছিল দু’দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবা। দিন কয়েক আগে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং মধ্যে কথা হয়। তার পরেই বরফ গলেছে বলে মনে করা হচ্ছে।

Advertisement

বিদেশ মন্ত্রক বিবৃতিতে জানিয়েছিল, ভারত এবং চিনের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের মধ্যে প্রযুক্তিগত বিষয়ে কথাবার্তা চলছিল। দু’দেশের মধ্যে আবার সরাসরি বিমান পরিষেবা চালু এবং সেই সংক্রান্ত চুক্তি চূড়ান্ত করাই ছিল আলোচনার মূল বিষয়। এ বার নির্দিষ্ট কিছু বিমান সংস্থা সেই পরিষেবা চালু করতে চলেছে।

Advertisement