• facebook
  • twitter
Thursday, 12 June, 2025

ধৃত আধাসেনা জওয়ান সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মতিরাম জাট নামে সিআরপিএফের এক অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টরকে গ্রেপ্তার করা হয়েছে।

ফাইল চিত্র

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মতিরাম জাট নামে সিআরপিএফের এক অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টরকে গ্রেপ্তার করা হয়েছে। পহেলগামে বাহিনীর ১১৬ নম্বর ব্যাটেলিয়নে ছিলেন তিনি। তাঁর সম্পর্কে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, পহেলগাম কাণ্ডের ৬ দিন আগে অন্যত্র বদলি হয়ে যান তিনি।

অভিযোগ, ২০২৩ সাল থেকেই নিরাপত্তা বিষয়ক বহু গুরুত্বপূর্ণ তথ্য পাক গোয়েন্দাদের হাতে তুলে দিতেন মতিরাম। পাকিস্তানের গোয়েন্দা আধিকারিকদের থেকে মোটা অঙ্কের ‘পারিশ্রমিক’ও পেতেন তিনি। আপাতত আদালত মতিরামের ১৫ দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দিয়েছে। অভিযুক্ত ওই জওয়ানকে ইতিমধ্যেই বাহিনী থেকে বহিষ্কার করেছে আধাসেনা।

সূত্রের দাবি, গত ১৭ এপ্রিল পহেলগাম থেকে অন্যত্র বদলি করা হয় তাঁকে। ঘটনাচক্রে, মতিরামের বদলির কয়েক দিন পরেই ২২ এপ্রিল পহেলগামের বৈসরন উপত্যকায় হামলা চালায় জঙ্গিরা। জঙ্গিদের হত্যালীলায় মৃত্যু হয় ২৬ জনের, যাঁদের মধ্যে বেশিরভাগই ছিলেন পর্যটক। এই দুই ঘটনার যোগ আছে কি না, খতিয়ে দেখছে এনআইএ।

আদালতের পর্যবেক্ষণ, ‘মতিরামের বিরুদ্ধে এমন অভিযোগ শুধুমাত্র দেশের নিরাপত্তা জন্যই নয়, বরং ভারতে আসা বিদেশি পর্যটক এবং সাধারণ নাগরিকদের জীবনের নিরাপত্তাতেও গভীর প্রভাব ফেলতে পারে। সশস্ত্রবাহিনী দেশের অন্যতম স্তম্ভ। তাদের বিরুদ্ধে এমন কাজ করার অর্থ দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। অবিলম্বে তদন্ত করে কড়া পদক্ষেপ করা উচিত।’

২২ এপ্রিল পহেলগামে হামলার পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে ভারত। তার পর থেকেই পাকিস্তানের হয়ে ভারতে গুপ্তচরবৃত্তির অভিযোগে একের পর এক গ্রেপ্তারি শুরু হয়েছে। চরবৃত্তির অভিযোগে এখনও পর্যন্ত পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তর প্রদেশ এবং দিল্লি থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার হয়েছে। যাঁদের মধ্যে কেউ পরিচিত ইউটিউবার, কেউ বেসরকারি নিরাপত্তারক্ষী, কেউ আবার পড়ুয়া, ব্যবসায়ী।