• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বাড়ছে ভোটের উত্তাপ, চলতি মাসেই উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

বিজেপি ২০২১-এর বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে তৃণমূলের চেয়ে ভাল ফল করেছিল। এই মুহূর্তে উত্তরবঙ্গে মোট বিধাসভা আসনের সংখ্যা ৫৪।

নিজস্ব চিত্র

রাজ্য জুড়ে বাড়ছে ভোটের উত্তাপ। তার মধ্যেই ভিন রাজ্যে একের পর এক পরিযায়ী শ্রমিকদের হেনস্থার ঘটনা ঘটে চলেছে। উত্তরবঙ্গেও একাধিক জেলার পরিযায়ী শ্রমিকরা হেনস্থার শিকার হয়েছেন। সেই সঙ্গে অসম থেকে এনআরসি নোটিস পাঠিয়ে উত্তরবঙ্গের মানুষকে চাপে রাখার খেলায় নেমেছে সেখানকার বিজেপি সরকার। এরকম পরিস্থিতিতে রাজ্যজুড়ে প্রতিবাদে নেমেছেন মমতা। উত্তরবঙ্গও তার ব্যতিক্রম হবে না। ভিনরাজ্যে বাংলভাষী পরিযায়ী শ্রমিকদের হেনস্থার প্রতিবাদে শিলিগুড়িতে মিছিলে পা মেলাতে পারেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, আগামী ১৭ থেকে ২১ আগস্টের মধ্যে তাঁর উত্তরবঙ্গ সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মুখ্যমন্ত্রী যেতে পারেন কোচবিহারেও। আবহাওয়া ঠিক থাকলে তিনি পাহাড়েও যাবেন।

বছর ঘুরতেই রাজ্যে বিধানসভা নির্বাচন। বিজেপি ২০২১-এর বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে তৃণমূলের চেয়ে ভাল ফল করেছিল। এই মুহূর্তে উত্তরবঙ্গে মোট বিধাসভা আসনের সংখ্যা ৫৪। এবার সেখানে বিজেপি শিবিরে বড়সড় ধস নামাতে চাইছেন মুখ্যমন্ত্রী। আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও উত্তরবঙ্গে ৪০টি আসন পাওয়ার টার্গেটের কথা ঘোষণা করেছেন। কার্যত বিজেপি যে উত্তরবঙ্গকে বাড়তি গুরুত্ব দিচ্ছে, তা বোঝা যায়, শমীক ভট্টাচার্য দলের রাজ্য সভাপতি হওয়ার পর। তিনি সভাপতি হওয়ার পরই তিনদিনের উত্তরবঙ্গ সফরে যান।

Advertisement

তবে মুখ্যমন্ত্রী যে ২০২৬-এর নির্বাচনের কথা মাথায় রেখে উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দেবেন সেটাই স্বাভাবিক।

Advertisement

Advertisement