কেন্দ্রীয় বাজেট নিয়ে সাবধানী রেলমন্ত্রী

সংবাদমাধ্যমের কাছে কেন্দ্রীয় বাজেটের প্রতিক্রিয়া দিতে গিয়ে সতর্ক দেখাল কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযুষ গােয়েলকে

Written by SNS New Delhi | July 7, 2019 5:19 pm

কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযুষ গোয়েল (ছবি-ফেসবুক)

সংবাদমাধ্যমের কাছে কেন্দ্রীয় বাজেটের প্রতিক্রিয়া দিতে গিয়ে সতর্ক দেখাল কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযুষ গােয়েলকে।শনিবার রেল বাজেট নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী।বাজেট নিয়ে তাঁর প্রতিক্রিয়া,আমরা যা চেয়েছিলাম তাই পেয়েছি।তবে বুলেট ট্রেনের সময়সীমা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন গােয়েল।২০২২ সালের মধ্যে বুলেট ট্রেন চালানাের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা কখনই সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দিলেন রেলমন্ত্রী।তিনি বলেন,’বুলেট ট্রেন নির্মাণকারী সংস্থার তরফ  থেকে ভারতকে সেরকমই জানান হয়েছে।বুলেট ট্রেন ২০২৩ সালের আগে চলতে পারে না,কারণ জাপানি প্রযুক্তিবিদরা তার আগে দ্রুত গতিসম্পন্ন এই প্রজেক্টের কাজ শেষ করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন।’
শুক্রবার চলতি আর্থিক বছরের কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। শনিবার সংবাদমাধ্যমের কাছে বাজেট নিয়ে রেলমন্ত্রী নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তাঁকে বেশ সাবধানী দেখাল।গােয়েল বলেন,কেন্দ্রীয় হিসেবে রেলের জন্য বরাদ্দ অর্থের পরিমাণ ১,৬০,৭৬ কোটি টাকা।এই বরাদ্দ নিয়ে যথেষ্ট খুশি কেন্দ্রীয় রেলমন্ত্রী।পিপিপি ইনিশিয়েটিভ,যানবাহনের জন্য সুব্যবস্থার মাধ্যমে সরকার মেট্রো রেলের উন্নতি সাধনে চেষ্টা করবে।

রেলের সার্বিক উন্নতি নিয়ে গােয়েল উন্নত বুলেট সিগন্যালিং ব্যবস্থা,যাত্রী সুবিধা,এবং রেল স্টেশনের ক্ষেত্রে উন্নতি হয়েছে বলে দাবি করেন।’রেল নিজের মতাে করে ক্রমশ উন্নতি করছে।মূলধন বাড়ানাের দিকে ক্রমশ এগােচ্ছে রেল দফতর।গত বছরের হিসেব দেখলেই তা স্পষ্ট হয়ে যায়’ বলে জানান কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযুষ গােয়েল।<

রেলের সাফল্য নিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযুষ গােয়েল ঢাকঢােল পেটালেও তাতে মন ভরছে না সাধারণ মানুষের।অধিকাংশ জনগণের দাবি,গত বছর রেলের অব্যবস্থার চিত্রটি প্রকট হয়ে যাবে ট্রেন দুর্ঘটনা থেকে নিম্নমানের খাবার,সবই উঠে এসেছে রেলের অব্যবস্থায়।সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় গােয়েল বুলেট ট্রেন সম্পর্কে বলেন,২০২২-কে কখনই ডেডলাইন বলা হয়নি।তবে আমরা ওই সময়ের মধ্যে  প্রকল্পের কিছুটা কাজ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবাে।বুলেট ট্রেন প্রস্তুতকারী জাপানি সংস্থাটি ২০২৩ সালের মধ্যে কাজ শেষ হবে বলে জানিয়েছে।আমরা ওদের অনুরােধ করেছি ২০২২ সালের মধ্যে কিছুটা কাজ এগিয়ে নিয়ে যেতে।