মহাকুম্ভ থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। মিনিবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৭ জনের। মৃতেরা সকলেই অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। বাসটিতে মোট ২৫ জন ছিলেন। মধ্যপ্রদেশের জব্বলপুরে মঙ্গলবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে। আহত হয়েছেন বেশ কয়েকজন। গত কয়েক সপ্তাহে মহাকুম্ভ থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের।
অন্ধ্রপ্রদেশ থেকে পুণ্যার্থীদের একটি দল বাসে প্রয়াগরাজের মহাকুম্ভে গিয়েছিল। সঙ্গমে স্নান সেরে সোমবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তাঁরা। মঙ্গলবার ভোরে ৩০ নম্বর জাতীয় সড়কে মধ্যপ্রদেশের জব্বলপুরে শিহোরার কাছে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। মাল বোঝাই ওই ট্রাকটি রাস্তার ভুল লেন ধরে যাচ্ছিল। সেই কারণেই মিনিবাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় সেটির।
Advertisement
এক প্রত্যক্ষদর্শীর কথায়, ট্রাকটি ভুল দিক থেকে আসছিল, যার ফলে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই ৭ জন মারা যান এবং আরও বেশ কয়েকজন মিনিবাসের ভিতরে আটকে পড়েন। দুর্ঘটনা জেরে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। জবলপুরের এসডিপিও পারুল শর্মা বলেন, বাসের ঠিক পিছনে থাকা আরেকটি গাড়িও দুর্ঘটনার কবলে পড়ে। গাড়ির এয়ারব্যাগ খুলে যাওয়ায় যাত্রীরা বেঁচে যান।
Advertisement
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। প্রশাসন ও স্থানীয়দের তৎপরতায় উদ্ধার করা হয় বাকি যাত্রীদের। আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। এই প্রথম নয়, কুম্ভমেলা শুরু হওয়ার পর থেকে বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এর জেরে প্রাণ হারিয়েছে বেশ কয়েকজন। অনেকে গুরুতর আহতও হয়েছেন।
Advertisement



