• facebook
  • twitter
Saturday, 27 December, 2025

নতুন বছরের আগে দিল্লিতে ধরপাকড়, ‘অপারেশন আঘাত’ অভিযানে গ্রেপ্তার ২৮৫ জন

দক্ষিণ-পূর্ব দিল্লি পুলিশ ‘অপারেশন আঘাত ৩.০’-এর আওতায় রাতভর চিরুনি তল্লাশি

নতুন বছরের আগেই রাজধানী দিল্লিতে অপরাধ দমনে নামল পুলিশ। দক্ষিণ-পূর্ব দিল্লি পুলিশ ‘অপারেশন আঘাত ৩.০’-এর আওতায় রাতভর চিরুনি তল্লাশি চালিয়ে বিভিন্ন মামলায় ২৮৫ জনকে গ্রেপ্তার করেছে। উৎসবের ভিড়ে অপরাধের বাড়বাড়ন্ত রুখতেই ‘অপারেশন আঘাত’ দিল্লি পুলিশের। রাজধানী জুড়ে চলছে তল্লাশি। রাস্তায় রাস্তায় নাকা চেকিং চালাচ্ছেন পুলিশ কর্মীরা। পাশাপাশি, নতুন বছরের জমায়েতে সম্ভাব্য অপরাধ ঠেকাতে ৫০৪ জনকে প্রতিরোধমূলক হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে খবর, এই অভিযানে অস্ত্র আইন, আবগারি আইন, এনডিপিএস আইন ও জুয়া আইনে একাধিক মামলা রুজু হয়েছে। অভিযানের সময় ১১৬ জন তালিকাভুক্ত দাগি অপরাধী, ১০ জন সম্পত্তি-সংক্রান্ত অপরাধে যুক্ত ব্যক্তি এবং ৫ জন অটো-লিফটার ধরা পড়ে।

Advertisement

অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে পুলিশ। উদ্ধার হয়েছে ২১টি দেশি আগ্নেয়াস্ত্র, ২০ রাউন্ড তাজা কার্তুজ ও ২৭টি ধারালো ছুরি। এছাড়াও মাদক ও অবৈধ মদের চালানও বাজেয়াপ্ত করেছে পুলিশ। উৎসবের আগে বাজারে চোরাচালানের পণ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টার ইঙ্গিত হিসেবেই একে দেখা হচ্ছে।

Advertisement

পাশাপাশি বহু চুরি যাওয়া সম্পত্তিও উদ্ধারও করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযানে ৩১০টি মোবাইল ফোনেরও সন্ধান পাওয়া গিয়েছে। এছাড়াও ২৩১টি বাইক এবং একটি গাড়িও উদ্ধার করেছেন তদন্তকারীরা। আগামী দিনের চুরি-ছিনতাই জাতীয় অপরাধ দমনে এই অপারেশন বড় ভূমিকা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

দিল্লি পুলিশ জানিয়েছে,সব মিলিয়ে অভিযানের সময় ১,৩০৬ জনকে বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থায় জিজ্ঞাসাবাদ ও তল্লাশির আওতায় আনা হয়েছে। পুলিশ আধিকারিকদের দাবি, নতুন বছরে ভিড় ও উৎসবের সময় অপরাধ প্রবণতা ঠেকাতেই এই আগাম ও কড়া অভিযান।

Advertisement