নতুন বছর উদযাপনের আগে রাজধানীর কনট প্লেস ও তার আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে দিল্লি পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শহরের প্রধান বাণিজ্যিক ও জনসমাগমস্থলকে স্বাভাবিক ও নিরাপদ রাখতে কয়েকটি ধাপে মহড়া ও প্রস্তুতি শুরু হয়েছে।
পুলিশ জানিয়েছে, বিভিন্ন ধরনের সম্ভাব্য বিপর্যয় ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় ‘মক ড্রিল’ বা অনুশীলন চালানো হয়েছে। এতে উপস্থিত ছিলেন উভয় স্তরের কর্মকর্তা এবং বিশেষ সাঁতারু টিম, ক্যানাইন ইউনিট ও সার্ভেল্যান্স টিম। মহড়ার লক্ষ্য ছিল জনসমাগমের সময় বিপদ শনাক্ত করা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রক্রিয়া পরীক্ষা করা।
Advertisement
দিল্লি পুলিশ কমিশনার বলেন, ‘কনট প্লেস ও আশেপাশের এলাকা নতুন বছরের রাতের জন্য বিশেষভাবে পরিকল্পিত। বিশাল জনসমাগমের কারণে নিরাপত্তা বাড়ানো অপরিহার্য। আমাদের পরিকল্পনা অনুযায়ী পুলিশের উপস্থিতি, চেকপোস্ট, ক্যামেরা মনিটরিং ও দ্রুত প্রতিক্রিয়া টিম সক্রিয় রাখা হয়েছে।’
Advertisement
নাগরিকদেরও সতর্ক থাকতে বলা হয়েছে। পুলিশ জানিয়েছে, জনসমাগম স্থলগুলিতে অস্বাভাবিক কিছু দেখলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানোর অনুরোধ করা হচ্ছে। এছাড়া ব্যাগ চেকিং ও ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের মহড়া শহরের গুরুত্বপূর্ণ জনসমাগম স্থলের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখে। এটি পুলিশের প্রস্তুতি এবং জরুরি পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা প্রদর্শনের একটি সুযোগ।
নতুন বছরের আগেই কনট প্লেস ও আশেপাশের বাণিজ্যিক এলাকা নাগরিক ও পর্যটকদের জন্য নিরাপদ ও আনন্দময় পরিবেশ নিশ্চিত করতে পুলিশ এ ধরনের তৎপরতা অব্যাহত রাখবে।
Advertisement



