চলতি বছরের শুরুতেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কড়া নজরদারির নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। সেই নির্দেশ অনুযায়ী, প্রতি সপ্তাহে রাজ্যের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিস্তারিত রিপোর্ট পাঠাতে বলা হয় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দপ্তরকে। সেই মতোই কমিশনের কাছে পৌঁছেছে প্রথম সপ্তাহের রিপোর্ট।
নির্বাচন কমিশন সূত্রে খবর, ওই রিপোর্টে উল্লেখযোগ্যভাবে উঠে এসেছে চম্পাহাটির বাজি কারখানায় ঘটে যাওয়া মর্মান্তিক বিস্ফোরণের ঘটনা। পাশাপাশি, শনিবার রাতে চন্দ্রকোণায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলার ঘটনাও রিপোর্টে স্থান পেয়েছে।
Advertisement
সূত্রের দাবি, এই দুই ঘটনার প্রেক্ষিতে কমিশন রাজ্যের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখছে এবং পরিস্থিতির উপর আরও কড়া নজর রাখা হচ্ছে। আগামী সপ্তাহগুলিতেও এ ধরনের সাপ্তাহিক রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে নির্বাচন কমিশন।
Advertisement
Advertisement



