এদিন পেট্রাপোল সীমান্তে যাত্রী টার্মিনাল ভবন ও মৈত্রী দ্বার উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বনগাঁর অনুষ্ঠান মঞ্চে তিনি রাজ্যের সীমান্ত থেকে অনুপ্রবেশের ঘটনা নিয়ে সরব হন। পাশাপাশি, বিএসএফের সভা থেকে ঘাসফুল শিবিরের বিরুদ্ধে অভিযোগ তুললেন অমিত শাহ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে বাংলায় বঞ্চনার অভিযোগও আনলেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলার অশান্তির মূলে রয়েছে অনুপ্রবেশ। অনুপ্রবেশ বন্ধ হলেই বাংলায় শান্তি ফিরবে। ২০২৬ সালে বাংলায় পরিবর্তন আনুন। অনুপ্রবেশ রুখবে বিজেপি’। যদিও এ বিষয়ে পাল্টা প্রশ্ন তুলল তৃণমূল। তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ‘অনুপ্রবেশ বন্ধ করার দায়িত্ব কার? অনুপ্রবেশের কথা অমিত শাহ বললে, এটা তো আত্মঘাতী গোল!’ পাশাপাশি তিনি আরও বলেন, ‘সীমান্ত কে পাহারা দেয়? কোন মন্ত্রকের অধীনে? তাঁর মন্ত্রীর নাম কী? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই যদি বলেন অনুপ্রবেশ বাড়ছে তাহলে তো এর ব্যর্থতা তাঁর এবং সীমান্তের দায়িত্বে থাকা বাহিনীর।’
রবিবার অমিত শাহ আরও বলেন, ‘গত ১০ বছরে বাংলাকে কী দিয়েছেন মমতা? তৃণমূল তো কংগ্রেসের সঙ্গে জোটে রয়েছে। কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন বাংলাকে ২.৯ লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছিল। মোদী সরকার বাংলাকে গত ১০ বছরে দিয়েছে ৭.৭৪ লক্ষ কোটি টাকা। কিন্তু মোদীর দেওয়া টাকা বাংলায় এসে দুর্নীতির বলি হয়ে যায়। বাংলায় ‘অচ্ছে দিন’ আর বেশি দূরে নেই। আমরা বাংলাকে আরও উন্নত আরও সুজলা সুফলা করে তুলব।’ পাশাপাশি তাঁর কথায়, ‘২৬ এ আপনারা পরিবর্তন আনুন, বাংলার সার্বিক উন্নয়ন হবে।’